ভারতের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। মাঠে দুর্দান্ত যেমন খেলেন ব্যক্তিগত জীবনেও যে হাস্যরসে থাকেন তারই প্রমাণ দিলেন তিনি।
সংবাদ সম্মেলনে সংবাদ সংস্থা এএফপি‘র এক সংবাদকর্মী টিম পেইনের কথা গুলো রেকর্ড করা জন্য টেবিলে একটি মুঠোফোন রেখে দেন। এসম ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলছিলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক টিম পেইন। হঠাৎ টেবিলে রাখা মুঠোফোনে কল বেড়ে উঠে।
টিম পেইন সেই মুঠোফোনের কলটি রিসিভ করে কথা শুরু করে দেন। আর সামনে থাকা সংবাদকর্মীদের মাঝে শুরু হয় হাসাহাসি।
কলটি রিসিভ করে পেইন বলেন, আমি পেইন বলছি। দুঃখিত, কে বলছিলেন?
কলের অপর প্রাপ্ত থেকে বলেন, ‘‘আমি কেটি বলছি। হংকং থেকে। আপনি কে?”
‘‘ওহ কেটি, আপনি যাকে যাচ্ছেন, সে তো সংবাদ সম্মেলনের মাঝখানে বসে আছেন। আমি কিভাবে তাকে মুঠোফোনটি দিব বলেন?”
পেইন আরো বলে, ‘‘চিন্তা করবেন না কেটি। আমি তাকে বলবো ইমেল চেক করতে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এখনও ৫৯৮ রানে পিছিয়ে।