সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্রোটিয়ারা। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হেরে যাওয়ায় সিরিজে সমতা আনাই প্রধান লক্ষ্য পাকিস্তানের।
কেপটাউনে আগামীকাল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। সেঞ্চুরিয়ান টেস্টে খেলার কথা ছিলো না ডান-হাতি পেসার ডোয়াইন ওলিভারের। আরেক পেসার ভারনন ফিলান্ডার ইনজুরিতে পড়ায় একাদশে সুযোগ পান ওলিভার। সুযোগ পেয়েও বাজিমাত করেন তিনি। ৯৬ রানে ১১ উইকেট নিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন ওলিভার।
তবে কেপটাউন টেস্টের জন্য ফিট হয়ে উঠেছেন ফিলান্ডার। সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা নিশ্চিত বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হয়েছেন ফিলান্ডার। কেপটাউন টেস্টে তার খেলা নিশ্চিত।’
ফিলান্ডারের ফেরাতে দল থেকে বাদ পড়তে পারেন প্রথম টেস্টের নায়ক ওলিভার। দক্ষিণ আফ্রিকার আরেক দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। তাদের জায়গায় ওলিভারের সুযোগ পাওয়াটা কঠিনই বটে। কারন গেল বছর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রাবাদা। আর দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারী এই স্টেইন।
তবে একাদশ যাই হোক না কেন দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় করতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। প্রথম টেস্ট জিতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। দ্বিতীয় ম্যাচও জয়ের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ম্যাচ জিতেই সিরিজ জয় করতে চাই আমরা।’
সিরিজে পিছিয়ে পড়ায় সমতা আনতে মরিয়া পাকিস্তান। দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘আমরা প্রথম ম্যাচে ভালো খেলতে পারিনি। আশা করি, দ্বিতীয় ম্যাচে দল ঘুড়ে দাড়াবে। সেঞ্চুরিয়ানে আমাদের অনেক ভুল ছিলো। এসব ভুল আর পরের ম্যাচে করতে চাই না। আশা করি, ছেলেরা সবকিছু বুঝতে পারবে এবং নিজেদের সেরাটা দিয়েই সিরিজে সমতা আনতে পারবে।’
ঘাড়ের ইনজুরির কারনে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। কেপটাউন টেস্ট খেলার জন্য আব্বাস তৈরি বলে জানান সরফরাজ। সরফরাজ বলেন, ‘আব্বাস কেপটাউনে ফিরছে। আমাদের পেস অ্যাটাক আরও শক্তিশালী হবে।’
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বোলাররা প্রতিপক্ষের সাথে সমানতালে লড়াই করেছে। কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে আশানুরুপ পারফরমেন্স দল পায়নি। তাই ম্যাচটি হারতে হয় পাকিস্তানকে। দু’ইনিংসে ১৮১ ও ১৯০ রান করে তারা। তাই কেপটাউনে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর চাইছেন সরফরাজ, ‘বোলাররা তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ। তাদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। বড় ইনিংস খেলতে হবে। যাতে বোলাররা লড়াই করার পুঁজি পায়।’
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), ডিন এলগার, আইডেন মার্করাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভারনন ফিলান্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেল স্টেইন ও ডোয়াইন ওলিভার।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও শাহিন শাহ আফ্রিদি।