অস্ট্রেলিয়া দলে সাত বছর বয়সী সহ-অধিনায়ক কে এই আর্চি?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮
অস্ট্রেলিয়া দলে সাত বছর বয়সী সহ-অধিনায়ক কে এই আর্চি?

অস্ট্রেলিয়া দলের সাথে অনুশীলনও করে সাত বছর বয়সী আর্চি

ভারতের বিপক্ষে ১৫ সদস্যরে টেস্ট দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। তালিকায় আর্চি শিলার নামে একজনে নাম দেখা যায়। এমন নামে কোন খেলোয়াড়ই নেই অস্ট্রেলিয়ায়। এরপর থেকেই আলোচনা চলে আসে মাত্র সাত বছর বয়সী আর্চি। 

শুধু নামের তালিকাতেও এই আর্চি সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে মেলবোর্নে ম্যাচ শুরুর আগে টসে সহ-অধিনায়ক হিসেবও মাঠে দেখা যায় এই ক্ষুদে খেলোয়াড়কে। কিন্তু কে এই সাত বছর বয়সী আর্চি?

অস্ট্রেলিয়ার গণমাধ্যম গুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাত বছর বয়সী ক্ষুদে এই আর্চি শারীরিকভাবে কঠিন সময় পার করছে। আর্চিকে অস্ট্রেলিয়া দলে নেওয়ার আর্জি রেখেছিল সেদেশের মেক-আ-উইশ ফাউন্ডেশন। মাত্র তিন মাস বয়সেই আর্চির হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দেয়।

এই ছোট বয়সেই একাধিক অস্ত্রোপচার হয়েছে তার। এই খুদের শরীরের যা অবস্থা, তাতে করে তার পক্ষে আর পাঁচটা বাচ্চার মতো নিয়মিত স্কুলে যাওয়া বা খেলা হয় না। কিন্তু আর্চি সুযোগ পেলেই ক্রিকেট খেলে। আর্চির কথা শুনে তার স্বপ্নপূরণে এগিয়ে আসে মেক-আ-উইশ ফাউন্ডেশন নামে একটি সংস্থা। চলতি মাসের শুরুর দিকেই অস্ট্রেলিয়ার হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার আর্চিকে ফোন করে দলে নেওয়ার কথা জানান।

এদিন ভারতে বিপক্ষে ম্যাচের আগে নিজের আদর্শ নাথান লায়নের কাছ থেকে অস্ট্রেলিয়া দলের ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন টুপি বুঝে নেয় আর্চি। এ সময় তাঁর চারপাশে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়েরা করতালির বৃষ্টিতে সিক্ত করেন আর্চিকে। পেইনদের সঙ্গে ওয়ার্মআপও করেছেন আর্চি।

সবচেয়ে মজার দৃশ্য দেখা গেল টসের সময়। অস্ট্রেলিয়া অধিনায়ক পেইনের মতোই ব্লেজার পড়ে মাঠে গিয়েছেন আর্চি। টস জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর আর্চির মতামত জানতে চাওয়া হয় উইকেট নিয়ে।

পেইন জানান, ‘আর্চি ব্যাট করতে চেয়েছিল। যদিও তাঁকে বলেছি, আমি ঠিক নিশ্চিত নই।’ এ সময় ‘সহ-অধিনায়ক’ আর্চির কাছে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়া দলের প্রতি তাঁর কি পরামর্শ? খুদে ক্রিকেটভক্তের জবাব, ‘ছক্কা মারো আর উইকেট নাও।’

অস্ট্রেলিয়ার হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার আর্চি সম্পর্কে বলেন, “অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়েই গিয়েছে আর্চি। হাসপাতালের বিছানাতেই তাঁর অনেকটা সময় কেটে গিয়েছে। ওর মুখে হাসি ফোটানোর জন্য এই প্রয়াস আমাদের। ন্যূনতম এইটুকু করতে পারি আমরা।”



শেয়ার করুন :


আরও পড়ুন

এক দশকের রেকর্ড ভাঙলেন স্টেইন

এক দশকের রেকর্ড ভাঙলেন স্টেইন

পুজারা-কোহলির হাত ধরে এগোচ্ছে ভারত

পুজারা-কোহলির হাত ধরে এগোচ্ছে ভারত

দুই ওপেনারকেই বাদ দিল ভারত

দুই ওপেনারকেই বাদ দিল ভারত

রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টেইন

রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টেইন