এবারের আইপিএলে ডেল স্টেইনকে কোনো ফ্র্যাঞ্চাইজিই দলে কেনার আগ্রহ দেখান নি। কাঁধের চোট থেকে ফিরে গত দুই বছরে টেস্ট খেলেছেন মাত্র সাতটি। বছরটাও তেমন ভালো যাচ্ছিলো না তাঁর। তবে এক দশকের দখল করা রেকর্ড ভেঙ্গে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ এই নীতিতেই হয়তো সেরাদের সেরা হয়ে থাকলেন স্টেইন।
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথমে টেস্টে প্রথম দিনের খেলায় দক্ষিণ আফ্রিকার পেস বোলার স্টেইনের সপ্তম ওভারে লেংথ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। আর সঙ্গে সঙ্গে শন পোলকের দখল করা এক দশকের রেকর্ড ভেঙ্গে ফেললেন স্টেইন। হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি।
১০৮ টেস্টে ৪২১ উইকেট নিয়ে রেকর্ডটি গত এক দশক দখলে রেখেছিলেন পোলক। পূর্বসূরির চেয়ে ১৯ টেস্ট কম খেলেই রেকর্ডটি নিজের দখলে নিলেন ডেল স্টেইন (৮৯*তম টেস্ট)।
এসময় সুপার স্পোর্ট পার্কের দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান সর্বকালের অন্যতম সেরা বোলার স্টেইনকে। শন পোলক রেকর্ড হাতছাড়া হওয়ার অভিবাদন জানিয়েছেন স্টেইনকে। পোলক টুইটারে টুইইটে বলেছেন , ‘একজন অসাধারণ পারফরমার। আক্রমণভাগে সত্যিকারের নেতা।’
এবি ডি ভিলিয়ার্সও অভিনন্দন জানিয়েছেন স্টেইনকে। ‘তোমাকে কুর্নিশ। একজন খেলোয়াড় বটে! সুপার স্পোর্ট পার্কে “সিম্পলি দ্য বেষ্ট” গানটির সমার্থক। এখানেই সব শুরু হয়েছিল। তোমাকে অভিবাদন কিংবদন্তি।’
৩৫ বছর বয়সী ডেল স্টেইন ৮৮ টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তাঁর।