অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮
অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

ছবি: ক্রিকইনফো

পার্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩২৬ রানে গুটিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর নিজেদের ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭২ রান করেছে সফরকারী ভারত। ৭ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
পার্থের নতুন ভেন্যুতে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে তিন ব্যাটসম্যান মার্কাস হ্যারিস (৭০), অ্যারন ফিঞ্চ (৫০) ও ট্রাভিস হেড (৫৮) অর্ধ শত করেন। দিন শেষে অধিনায়ক টিম পাইন ১৬ ও প্যাট কামিন্স ১১ রানে অপরাজিত ছিলেন।
পাইন ও কামিন্স দ্বিতীয় দিন নিজেদের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি। পাইন ৩৮ ও কামিন্স ১৯ রানেই থেমে যান। লোয়ার-অর্ডারের কেউই দু’অংকে পৌঁছাতেও পারেননি। ফলে বাকী ৪ উইকেটে ৪৯ রান যোগ করে ৩২৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের ইশান্ত শর্মা সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া বুমরাহ-উমেশ-বিহারি ২টি করে শিকার করেন।
মধ্যাহ্ন-বিরতির ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে শুন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার মুরালি বিজয়। এরপর মধ্যাহ্ন-বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ফিরে অন্য ওপেনারকেও হারায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হবার আগে মাত্র ২ রান করেন লোকেশ রাহুল। ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে ভারত।
দুই ওপেনারকে হারিয়ে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। অ্যাডিলেড টেস্টের সেরা খেলোয়াড় চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি শুরুর ধাক্কা ভুলে যাবার লড়াই শুরু করেন। তাতে সাফল্যের দেখা পেয়েছেন তারা। জুটিতে ৭৪ রান যোগ করতে পারেন পূজারা ও কোহলি। তবে রান তোলায় সর্তক ছিলেন পূজারা। ২৪ রানে আউট স্টার্কের শিকার হন হন পুজারা। এ সময় দলীয় স্কোর ৮২ ।
পূজারা ফিরে যাবার পর ক্রিজে কোহলির সঙ্গী হন আজিঙ্কা রাহানে। ক্রিজে গিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন রাহানে। প্রতিপক্ষ বোলারদের লাইন-লেন্থ নষ্ট করাই ছিলো রাহানের প্রধান লক্ষ্য। তার লক্ষ্য পূরণ হয়েছে। কোহলির সাথে জমে উঠে রাহানের জুটি। দু’জনেই হাফ সেঞ্চুরি পান।
৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কোহলি ও রাহানে। জুটিতে ৫১ রান ছিলো রাহানের, কোহলির ছিলো ৩৯। টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৮২ রানে অপরাজিত কোহলি। ১৮১ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কায় ১০৩ বলে টেস্ট ক্যারিয়ারে ১৭তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৫১ রানে অপরাজিত আছেন

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩২৬/৬, ১০৮.৩ ওভার (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, ইশান্ত ৪/৪১)।

ভারত প্রথম ইনিংস : ১৭২/৩, ৬৯ ওভার (কোহলি ৮২, রাহানে ৫১, স্টার্ক ২/৪২)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের প্রশংসায় ভাসালেন কোহলি

বোলারদের প্রশংসায় ভাসালেন কোহলি

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কান অধিনায়ক মালিঙ্গা

নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কান অধিনায়ক মালিঙ্গা