অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছে সফরকারী ভারত। এর ফলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে কোন সিরিজ জয় দিয়ে শুরু করলো টিম ইন্ডিয়া। এমন দুর্দান্ত জয়ের জন্য দলের বোলারদের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমাদের দলের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। এক ইনিংসে নয়, দুই ইনিংসেই। অস্ট্রেলিয়ার ২০ উইকেট শিকার করেছে তারা। এমন পারফরমেন্স সত্যি প্রশংনীয়।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাকফুটে থেকেই চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে ভারত। কিন্তু প্রথম ইনিংস থেকেই অসিদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তারা। প্রথম ইনিংসে ২৫০ রান করেও ১৫ রানের লিড পায় ভারত। এটি সম্ভব হয় ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে। ওই ইনিংসে জসপ্রিত বুমরাহ ও রবীচন্দ্রন অশ্বিন ৩টি করে এবং ইশান্ত শর্মা-মোহাম্মদ সামি ২টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩২৩ রানের টার্গেট দেয় ভারত। ৩২৩ রানের পুঁজিকে সাথে নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে আবারও জ্বলে উঠে ভারতের বোলাররা। এবার বুমরাহ-অশ্বিন-সামি ৩টি করে এবং ইশান্ত ১টি উইকেট নেন। ফলে স্মরণীয় এক জয়ের স্বাদ নেয় ভারত।
ম্যাচ শেষে দলের বোলারদের প্রশংসায় ভাসালেন ভারত অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘আমাদের বোলারদের ভালো পারফরমেন্স করার সামর্থ্য আছে। সেটি তারা প্রমাণ করলো। দু’ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখতে পেরেছে তারা। খুবই ভালো দিক, অস্ট্রেলিয়ার মাত্র দু’জন ব্যাটসম্যানকে হাফ-সেঞ্চুরি করতে দিয়েছে বোলাররা। এমন কন্ডিশনের প্রথম ম্যাচেই বুমরাহ-অশ্বিন-সামি-ইশান্তের দুর্দান্ত পারফরমেন্স দেখার মত ছিল। প্রতিপক্ষের কোন ব্যাটসম্যানই সাবলীলভাবে খেলতে পারেনি। তাই বোলারদের হাত ধরেই এমন জয় এসেছে আমাদের।’
পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টেও বোলারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করেন কোহলি। বলেন, ‘পার্থে বোলাররা জ্বলে উঠবে বলে আমি আশা রাখি। তারা যেভাবে খেলেছে, এভাবে খেললে ম্যাচ জয় আমাদের জন্য সহজ হবে।’
বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের প্রশংসাও করলেন কোহলি, ‘পূজারা-রাহানে দারুণ ব্যাট করেছে। বিশেষভাবে দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং আমাদের জয়ের পথ তৈরি করে দেয়। এছাড়া অন্যান্য ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসও ভালো ছিল। তবে আরও বড় ইনিংস খেলতে হবে ব্যাটসম্যানদের।’