তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবনতি হয়েছে। নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারে সরফরাজ বাহিনী।
ফলে র্যাঙ্কিংয়ে অষ্টম স্থান থেকে ৯২ রেটিং নিয়ে সপ্তমস্থানে নেমে গেছে তারা। পাকিস্তানের অবনমনে ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠেছে শ্রীলঙ্কা।
তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি নিউজিল্যান্ডের। তবে রেটিং বেড়েছে নিউজিল্যান্ডের। ১০২ রেটিং নিয়ে আবুধাবি টেস্ট খেলতে নেমেছিল কিউইরা। তৃতীয় ও শেষ টেস্ট ১২৩ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করা নিউজিল্যান্ড ৩ রেটিং অর্জন করে।
১১৬ রেটিং নিয়ে সবার উপরে আছে ভারত। এরপরের দু’টি স্থানে আছে- ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৬৯ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ১।