নিউজিল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজের শেষ ম্যাচ ছিল অঘোষিত ফাইনাল। কিন্তু অঘোষিত ফাইনালে কিউইদের বোলিং তোপে জয় হাত ছাড়া হলো পাকিস্তানের।
শুক্রবার আবুধাবীতে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২৮০ রান। কিন্তু কিউইদের বোলিং তোপে ১৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে স্বাগতিকদের ১২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ৭৫ রানে ৪ উইকেট তুলে নেওয়া অভিষিক্ত কিউই স্পিনার উইল সমারভিল দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল। এবার ৫২ রান খরচে তার শিকার ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার টিম সাউদি ও স্পিনার আয়াজ প্যাটেল।
তবে ম্যাচের আসল নায়ক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেদের দ্বিতীয় ইনিংসে তার ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস আর হেনরি নিকোলাসের (১২৬) সঙ্গে তার ২১২ রানের জুটির ছিল মূল ভূমিকা।
দিনের প্রথম ভাগে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই পাকিস্তানি ব্যাটসম্যান হারিস সোহেলের (৯) উইকেট তুলে নেন সমারভিল। এরপর আরেক ব্যাটসম্যান আসাদ শফিককেও তুলে নিয়ে লাঞ্চের আগেই পাকিস্তানকে চাপে ফেলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন সমারভিল।
ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ক্রিজের অপর প্রান্তে উইকেট পতনের মিছিলের মাঝে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে ৪৯ বছর পর ‘অ্যাওয়ে’ টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছিল কিউইরা। ৯ বছর ধরে তো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। তাই সংযুক্ত আরব আমিরাতই তাদের ‘ঘরের মাঠ’ হিসেবে ধরা হয়।