ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ এলেন সংবাদ সম্মেলনে। এসেই মুচকি হাসি, সাংবাদিকদের মাঝেও দেখা গেল উচ্ছ্বাস। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেওয়াটাই স্বাভাবিক। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের পর স্পিনেও চমৎকার করছে টাইগাররা।
কিছুদিন আগেও যে দেশের সাথে বাজেভাবে হেরেছিল টাইগাররা। তাদের বিরুদ্ধে কিভাবে এমন চমৎকার সফলতা আসছে?রিয়াদ নিজেই জানালেন সেই সাফল্যের মূলমন্ত্র। বলেন, যখন টেস্ট সিরিজটা শুরু হয়, তখন সাকিব একটা কথা বলেছিলেন, ‘কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা বাজেভাবে হেরেছিলাম। তাই আমরা যদি সব সময় এই হারের কথা মনে রাখি, তাহলে এটি আমাদের অনুপ্রেরণা যোগাবে, এ সিরিজে ভালো করার ক্ষেত্রে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি সাকিবের ওই কথাটাই মূলত আমাদের প্রেরণা যুগিয়েছিল। কারণ আমরা যদি হারটা সহজে ভুলে যাই, তাহলে আমরা পরর্বতী কিছুই শিখতে পারব না।’
শতরান করার পর রিয়াদ জানালেন তার উদযাপনেরে উদ্দেশ্য। বলেন, মূলত উদযাপনের মূল উদ্দেশ্য আমার পরিবার। আমার সহধর্মী ও ছেলে। আমার আজকের শতরানটি উৎসর্গ করতে চাই আমার মাকে।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলো-অনের মুখে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মাহমুদুল্লাহর সেঞ্চুরির পর প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৫০৮ রান করে স্বাগতিক বাংলাদেশ। জবাবে ৭৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৪৩৩ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অন এড়াতে আরও ২৩৩ রান করতে হবে ক্যারিবীয়দের।