নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে পুনরায় ডাক পেলেন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে শেষ দুই মিস করা অধিনায়ক দিনেশ চান্ডিমালও দলে ফিরেছেন।
২৯ টেস্টের ক্যারিয়ারে গত বছর নভেম্বরে নাগপুরে ভারতের বিপক্ষে লংগার ভার্সনে নিজের সর্বশেষ ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী থিরিমান্নে । এ পর্যন্ত একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ব্যাট হাতে তার ব্যাটিং ২৩-এর কিছুটা উপড়ে হওয়ায় টেস্ট দলে নিজকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি।
গত জুলাইয়ে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ভালো পারফরমেন্স করায় পুনরায় টেস্ট দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করেন থিরিমান্নে। চার ইনিংসে ১৭৩ দশমিক ৫ গড়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৪৭ রান করেন তিনি।
এদিকে ১৭ সদস্যের দলে জায়গা পাননি মাত্র চার টেস্ট খেলা উইকেটরক্ষক ব্যটিসম্যান ২৩ বছর বয়সী সাদিরা সামারাবিক্রমার। দলে ফিরেছেন কুচকির ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে শেষ দুই মিস করা অধিনায়ক দিনেশ চান্ডিমাল। বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান কৌশল সিলভাও।
শক্তিশালী পেস আক্রমণ নিয়ে গড়া দলে সিনিয়র দুই খেলোয়াড় নুয়ান প্রদীপ এবং সুরঙ্গ লাকমালের সঙ্গে রয়েরেছন কাসুন রাজিথা , লাহিরু কুমারা এবং দুশমন্থ চামিরা।
ওয়েলিংটনে ১৫ ডিসেম্বর শুরু হবে দুই টেস্টের এ সিরিজ। ক্রাইস্টচার্চে বক্সিং ডে টেস্ট দিয়ে শেষ হবে সিরিজ।
শ্রীলঙ্কা দল
দিনেশ চান্ডিমাল(অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিজ, ধনঞ্জয়া ডি সিলভা, এ্যাঙ্গেলো ম্যাথুজ, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), দানুসকা গুনাতিলকা, লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রমা, দিলরুয়ান পেরেরা, লক্ষন সান্দাকান, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দুশমন্থ চামিরা।