টেস্ট ক্রিকেটে নিজেকে ক্রমেই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মোমিনুল হক। ২০১৮ সালে সাদা পোশাকে রানের জোয়ার বইছে বাঁহাতি এ ব্যাটসম্যানের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বছরের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবে মোমিনুল। ঢাকার মিরপুরে শুক্রবার থেকে শুরু হবে এ টেস্ট ম্যাচ। এ ম্যাচে তার সামনে রয়েছে একাদিক অর্জনের হাতছানি।
এ সিরিজে আর মাত্র ১৬ রান করলেই টেস্টে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মোমিনুল। মিরপুর টেস্টে একটা সেঞ্চুরি পেলেই টপকে যাবেন তামিম ইকবালকে। এ ফরম্যাটে ৮টি সেঞ্চুরি করা তামিমকে ছাড়িয়ে হবেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। এ ‘সেঞ্চুরি’ মোমিনুলকে এনে দেবে ক্রিকেট দুনিয়ার বড় স্বীকৃতি। ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে চলতি বছরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির কৃতিত্ব যোগ হবে এ বাংলাদেশি তরুণের নামের পাশে।
তবে এতসব ব্যক্তিগত অর্জনের রোমাঞ্চে খুব একটা হেলদোল নেই মোমিনুলের মনে। বাঁহাতি এ ব্যাটসম্যানের ভাবনায় শুধুই দলের জয়। মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলের জয় নিশ্চিত করাই তার বড় লক্ষ্য। দলের জয়ে বেশি অবদান রাখার ভাবনাই ঘুরপাক খাচ্ছে তার মাঝে।
মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের পর বছরের শেষ টেস্ট ম্যাচের পরিকল্পনা জানতে চাইলে মোমিনুল বলেন, ‘দেখেন কোনো সময় এভাবে চিন্তা করিনি যে বছরটা শেষ হবে হয়তো বা আমি ১০০ করেছি হয়তো বা শেষ ম্যাচ ১০০ দিয়ে শেষ করতে চাইব। আসলে ওইভাবে চিন্তা করলে পারফর্ম করাটা কঠিন। তো আমি সবসময় যে জিনিসিটা চিন্তা করি প্রত্যেক ম্যাচে খেলোয়াড় হিসেবে দলের জন্য কিছু করা। প্রত্যেক খেলোয়াড়েরই ওইরকম ইচ্ছে থাকে যে দলের জন্য কিছু করা। তো আমিও চেষ্টা করব শেষ ম্যাচটা এমন কিছু অবদান রাখতে যেটা আমার দলটা জিততে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি ওইভাবে চিন্তা করি না। আমি সবসময় চেষ্টা করি টিমের জন্য যতটুক করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, আমি যেভাবে প্ল্যান করি, আমার যে রুটিন ওইভাবে চেষ্টা করি।’
৩২ টেস্টের ক্যারিয়ারে তিনবার দেড়শো ছাড়ানো ইনিংস খেলেছেন। কিন্তু ডাবল সেঞ্চুরি এখনও পাননি। চলতি বছরই দুইবার সুযোগ পেলেও তা আর হয়ে ওঠেনি। মোমিনুল বলেছেন, ‘ওইভাবে যদি আমি বেশি চিন্তা করি তাহলে জিনিসটা খুব চাপ হয়। কারণ আপনি যদি সবসময় চিন্তা করেন আমি ১৫০ করছি, ২০০ কেন করতে পারছি না? তো আমার কাছে মনে হয় আপনি যদি স্বাভাবিকভাবে নিয়মিত কাজ করেন, নিয়মিত যদি প্র্যাকটিস করেন, হয়তো ওই জিনিসটা এক সময় না এক সময় আমি কাটিয়ে উঠতে পারব। আমি যদি শিখতে পারি যে ওই জায়গায় কি সমস্যা হচ্ছে ওইটা এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ।’
মিরপুরে উইন্ডিজদের বিরুদ্ধে জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান মোমিনুল বলেন, ‘আমরা দ্বিতীয় টেস্টটা জেতার জন্যই নামব। যেসব জায়গায় আমাদের ঘাটতি ছিল ওইসব জায়গায় উন্নতি করার চেষ্টা করব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গায়।’