এন্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৮
এন্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা

ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনকে হটিয়ে আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ৮৮২ রেটিং নিয়ে শীর্ষে উঠে এসেছেন ডান-হাতি এ পেসার। আর ৮৭৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন এন্ডারসন।

সদ্যই শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে জ্বলে উঠতে পারেননি এন্ডারসন। প্রথম দু’টেস্টের চার ইনিংসে মাত্র ১ উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয় টেস্টে খেলতেই পারেননি তিনি। ফলে পুরো সিরিজে পারফরমেন্সের বিচারে র‌্যাংকিংয়ে অবনতি হয় এন্ডারসনের। এ সুযোগে আবারও শীর্ষে উঠেন রাবাদা।

গত জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন রাবাদা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮৮২ রেটিং নিয়ে শীর্ষে উঠেন তিনি। এরপর আগস্টে লর্ডসে ভারতের বিপক্ষে ম্যাচে ৪৩ রানে ৯ উইকেট নিয়ে রাবাদাকে সরিয়ে শীর্ষস্থান দখলে নেন এন্ডারসন। কিন্তু সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের কারণে রাবাদার কাছে শীর্ষস্থান হারাতে হলো এন্ডারসনকে।

শীর্ষস্থান ফিরে পেয়ে রাবাদা বলেন, ‘বিশ্বের সেরা বোলারের মর্যাদা পেলে সবারই ভালো লাগে। আমারও ব্যতিক্রম নয়। এই মর্যাদা ধরে রাখার চেষ্টা করব।’

এদিকে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের ডান-হাতি লেগ-স্পিনার ইয়াসির শাহর। গতকাল শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে ১৪ উইকেট শিকার করেন তিনি। ফলে র‌্যাংকিংয়ে শীর্ষ দশে স্থান পান ইয়াসির। ৭৫২ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছেন এ স্পিনার।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলারদের তালিকা
১. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), রেটিং পয়েন্ট ৮৮২
২. জেমস এন্ডারসন (ইংল্যান্ড), রেটিং পয়েন্ট ৮৭৪
৩. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান), রেটিং পয়েন্ট ৮২৯
৪. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা), রেটিং পয়েন্ট ৮২৬
৫. রবীন্দ্র জাদেজা (ভারত), রেটিং পয়েন্ট ৮১২
৬. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) , রেটিং পয়েন্ট ৭৮৪
৭. রবীচন্দ্রন অশ্বিন (ভারত), রেটিং পয়েন্ট ৭৭৭
৮. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), রেটিং পয়েন্ট ৭৭২
৯. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং পয়েন্ট ৭৫৮
১০. ইয়াসির শাহ (পাকিস্তান), রেটিং পয়েন্ট ৭৫২।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ঢাকা টেস্টের দল ঘোষণা, নেই ইমরুল

ঢাকা টেস্টের দল ঘোষণা, নেই ইমরুল

ধোনির নিন্দুকদের জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

ধোনির নিন্দুকদের জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

বিপিএল খেলবেন স্মিথ

বিপিএল খেলবেন স্মিথ