আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঢাকা টেস্টে বাংলাদেশের ১৩ সদস্যের দলে নেই ইমরুল কায়েস। তাই সৌম্য সরকারের সঙ্গে নিজের প্রথম টেস্ট খেলতে নামা অনেকটা নিশ্চিত হয়ে গেল সাদমান ইসলামের।
ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে। তবে শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি সাদমান ইসলামের।
তবে সব ঠিক থাকলে বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট টুপি উঠতে যাচ্ছে সাদমানের। এক মাসের মধ্যে ছয় ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে।
এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়া সাদমান ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ। নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ক’বছর ধরে। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৫০ গড়ে ৩০২৩ রান তার। ১৬টি ফিফটির সঙ্গে রয়েছে ৭টি সেঞ্চুরি। ঢাকা মেট্রোর হয়ে সর্বশেষ ৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৩টি ফিফটি তার। দেড়শ’র উপরে স্কোর ২টি।
৩০ নভেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। চট্টগ্রামে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ৬৪ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।