আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঢাকা টেস্টে বাংলাদেশের ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ১৩ সদস্যের দলে নেই ইমরুল কায়েস।
মঙ্গলবার দুপুরে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত ম্যাচে ইনজুরির কারণে ইমরুলকে নির্বাচকরা তাকে বিশ্রামে রেখেছেন।
টেস্টে সর্বশেষ ২২ ইনিংস থেকে ফিফটি না পাওয়া ইমরুল চট্টগ্রাম টেস্টে ফিল্ডিংয়ে গোড়ালিতেও চোট পান। ওই টেস্টের প্রথম ইনিংসে নড়বড়ে ব্যাট করে ৪৪ রান করেন ইমরুল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রান করে।
ইমরুল বাদ পড়লেও নতুন কাউকে দলে নেওয়া হয়নি। মিরপুর টেস্টে স্কোয়াডে থাকলেন মাত্র দুজন ওপেনার। সৌম্য সরকারের সঙ্গে তাই নিজের প্রথম টেস্ট খেলতে নামা অনেকটা নিশ্চিত হয়ে গেল সাদমান ইসলামের।
৩০ নভেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। চট্টগ্রামে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ৬৪ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।