দুবাই টেস্টে বল পাকিস্তানের ইয়াসির শাহের বলে কাবু নিউজিল্যান্ড। ৪১ রান ব্যায় করে তিনি তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৮ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি কিউইরা।
পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল। প্রথম ইনিংসে ৯০ রানে গুটিয়ে গিয়ে কিউইরা পড়েছে ফলোঅনে। সোমবার ম্যাচের তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেটে ৩৯ রান তুলে চা বিরতিতে গেছে সফরকারী দল।
দুই ওপেনার টম ল্যাথাম ও জিৎ রাভাল নিউজিল্যান্ডকে ভালো শুরুই এনে দিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন তারা। কিন্তু ইয়াসির শাহ বোলিংয়ে আসতেই সব শেষ। ওপেনিং জুটিতে ন্যূনতম ৫০ রান করার পরেও সর্বনিম্ন রানে (৯০) অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।
৩১ রান করা জিৎ রাভালকে নিজের প্রথম শিকার বানান ইয়াসির শাহ। এরপর ফেরান ২২ রান করা টম ল্যাথামকে। তিন নম্বর নামা কেন উইলিয়ামসন এরপর শুধু চেয়ে চেয়ে দেখলেন ধ্বংসযজ্ঞ। ২৮ রানে তিনি অপরাজিত থেকে যান শেষ পর্যন্ত।