বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দলে নিষিদ্ধ রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজে স্বাগতিকদের নেটে উপস্থিত থাকবেন এই দুই তারকা খেলোয়াড়।
নিষিদ্ধ হয়েও টেস্ট দলের নেটে স্মিথ-ওয়ার্নারদের উপস্থিতির কথা চিন্তা করে উচ্ছসিত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া শেষ টি-২০ ম্যাচ খেলতে নামার আগে ইনডোরে টেস্ট দলের সদস্যদের অনুশীলনে হাজির ছিলেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মঙ্গলবার থেকে টেস্ট দলের অনুশীলনে যোগ দিবেন স্মিথও।
মিচেল স্টার্ক বলেন, ‘ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে তারা আমাদের উপদেশ দেবন । কোন জায়গায় ঠিক বা ভুল হচ্ছে। স্মিথ-ওয়ার্নারের মতো খেলোয়াড়দের চেয়ে ভাল বিশ্লেষণ আর কে করতে পারবে?’
প্রসঙ্গত, কেপটাউন টেস্টের তৃতীয় দিন ব্যানক্রফটের বল বিকৃতির ঘটনা ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, ট্রাউজারের পকেট থেকে বের করে হলুদ রঙের কিছু দিয়ে বল ঘষছেন তিনি।
পরে সেটি ট্রাউজারের ভেতরে লুকিয়ে রাখছেন। এঘটনায় দোষ স্বীকার করেন অস্ট্রেলিয়া দলের তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পদত্যগ করেন।
ইচ্ছাকৃতভাবে বলের আকার বদলানোর পরিকল্পনা করার অপরাধে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়াও ট্যাম্পারিং করেছেন, সেই ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।