একের পর এক ক্রিকেটের দীর্ঘতম সংস্করণসহ অন্যান্য সংস্করণেও রেকর্ড গড়ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে ২০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
দেশের ক্রিকেটারদের মধ্যে টেস্ট উইকেট সংখ্যায় সাকিবের ধারে কাছে নেই কেউ। রফিকের ১০০ উইকেটের মাইলফলক সেই কবে পেরিয়ে এসেছেন। তার সামনে ছিল দেশের হয়ে নতুন রেকর্ড গড়ার হাতছানি। আর পেরিয়ে যাওয়ার সুযোগ বিশ্ব ক্রিকেটের তারকাদের। সাকিব এই ২০০ উইকেট নিয়ে যেমন ছাড়িয়ে গেলেন ইয়ান বোথামকে।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দ্রুত তিন হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। তার আগে এই রেকর্ড ছিল ইয়ান বোথামের। ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পাওয়া এই ইংলিশ তারকা ৫৫ টেস্ট খেলে তিন হাজার রান ও ২০০ উইকেট নেন। স্যার ইয়ান বোথামের সেই রেকর্ড এক ম্যাচ কম খেলে (৫৪ টেস্টে) করে ফেললেন সাকিব।
টেস্টে সাকিবের রান ৩৭২৭। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে চার হাজার রানের অপেক্ষায় সাকিব। এছাড়া টেস্টে তার উইকেট সংখ্যা হয়ে গেছে ২০১টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শেষে সেটা কততে দাঁড়ায় সেটাই এখন দেখার পালা।