ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮
ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

ফাইল ছবি

চট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচে ইমরুলকে ধাক্কা দেওয়ার অভিযোগে শ্যানন গ্যাব্রিয়েল ডিমেরিট পয়েন্ট পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ফলে মিরপুরে টেস্টে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের এ ফাস্ট বোলার।

ম্যাচের অষ্টম ওভারে রান নেওয়ার সময় ব্যাটসম্যান ইমরুলের সঙ্গে উইকেটে ধাক্কার মতো লাগে বোলার গ্যাব্রিয়েলের। গ্যাব্রিয়েলকে এ সময় দেখা যায় বেশ উত্তেজিত। ইমরুলের সঙ্গে কথা বলতেও তাকে দেখা যায় বারবার। এক পর্যায়ে হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারদের। মাঠের আম্পায়াদের অভিযোগের প্রেক্ষিতে দিন শেষে ম্যাচ রেফারির কাছে ডাক পড়ে গ্যাব্রিয়েলের।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে গ্যাব্রিয়েলের ডিমেরিট পয়েন্ট ছিল তিনটি। ফলে চার তার নামের পাশে চারটি  ডিমেরিট পয়েন্ট যোগ হল। এতে তিনি মিরপুরের দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে গ্যাব্রিয়েলের ডিমেরিট পয়েন্ট ছিল তিনটি। এই টেস্টের প্রথম দিনেই গোল পাকান মাঠে। আইসিসির ভাষায়, ইমরুলকে দেওয়া গ্যাব্রিয়েলের ধাক্কা ছিল ‘অযাচিত ও ইচ্ছাকৃত।’ আম্পায়ারদের মনে হয়েছে, এটি ধাক্কা ‘চাইলেই এড়ানো যেত’। মাঠে শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে আইসিসির আচরণবিধি বেশ কড়া। ম্যাচ রেফারি ডেভিড বুন এবার দুটি ডিমেরিট পয়েন্ট দেন গ্যাব্রিয়েলকে। পাশাপাশি জরিমানা করেন ম্যাচ ফির ৩০ শতাংশ।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকতে হয়। গ্যাব্রিয়েল তাই খেলতে পারবেন না আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে।

গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল গ্যাব্রিয়েলকে।

 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

২৮ বলেই শেষ বাংলাদেশ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

২৮ বলেই শেষ বাংলাদেশ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ