অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৮
অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

রেকর্ড বইয়ে লেখা থাকবে অভিষেকের দিনটি, যে দিনে নাঈম হাসানের বয়স ছিল ১৭ বছর ৩৫৫ দিন। কারণ অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট পেয়ে বিশ্বরেকর্ড করেছে বাংলাদেশের এ স্পিনার।

চার স্পিনারের একাদশে বল হাতে পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল নাঈমকে। প্রথম ২৫ ওভারে বোলিং পাননি। তবে উইকেট পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ওভারেই রোস্টন চেইসকে ফিরিয়ে স্বাদ পান প্রথম উইেকেটের।

নিজের পরের ওভারেই নেন সুনিল আমব্রিসের উইকেট। পরে এক ওভারেই ফেরান দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে। জেমস ওয়ারিক্যানের উইকেট নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। ইনিংস শেষে ১৪ ওভারে ৬১ রানে তার উইকেট ৫টি।

বাংলাদেশের হয়ে শুধু অভিষেকে নয়, সব মিলিয়েই সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটিই। রেকর্ডটি এতদিন ছিল এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বাঁহাতি স্পিনারের বয়স ছিল ১৮ বছর ৩২ দিন।

সব মিলিয়ে অভিষেকে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের অষ্টম বোলার নাঈম। আট জনের ৫ জনই অফ স্পিনার!

উল্লেখ্য, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

গুচ-ভন-পন্টিং-হেইডেনদের পাশে মুমিনুল

গুচ-ভন-পন্টিং-হেইডেনদের পাশে মুমিনুল

টাইগারদের স্পিন ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের স্পিন ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ

২৮ বলেই শেষ বাংলাদেশ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

২৮ বলেই শেষ বাংলাদেশ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ