অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ নভেম্বর ২০১৮
অভিষিক্ত নাঈমের ঘূর্ণিতে বাংলাদেশের লিড

চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ম্যাচে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম ও আজ দ্বিতীয় দিনের সকালে ব্যাট করে বাংলাদেশের ৩২৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ২৪৬ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিনে ৮ উইেকেট হারিয়ে ৩১৫ রান করা বাংলাদেশ দ্বিতীয় দিন ভালো করতে পারেনি। দিনের শুরুদে মাত্র ২৮ বলে খেলে দলীয় ৯ রানেই দুই ব্যাটসম্যান আউট হয়ে যায়। ফলে বাংলাদেশের সর্বমোট রান সংগ্রহ দাঁড়ায় ৩২৪।

এদিকে নিজের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুতেই উইকেট হারায় সফররত ওয়েস্ট ইন্ডিজ। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৪৬ রানের থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে এ টেস্ট ম্যাচেই অভিষেক হওয়া নাঈম হাসান ৫ উইকেট নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার ও অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ১৩, শাই হোপ ১, কাইরেন পাওয়েল ১৪, সুনীল অ্যামব্রিস ১৯, রোস্টন চেজ ৩১, শিমরোন হেটমায়ার ৬৩, দেবেন্দ্র বিশু ৭, কেমার রোচ ২, জোমেল ওয়ারিকান ১২ ও শানন গ্যাব্রিয়েল ৬ রান করেছেন। এছাড়া শেন ডওরিচ ৬৩ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের নাঈম হাসান ৬১ রানে ৫টি, সাকিব আল হাসান ৪৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে সকালে নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে মোমিনুল হক ১২০, ইমরুল কায়েস ৪৪, তাইজুল ইসলাম অপরাজিত ৩৯, অধিনায়ক সাকিব আল হাসান ৩৪, নাইম হাসান ২৬, মেহেদি হাসান মিরাজ ২২, মোহাম্মদ মিথুন ২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান ৪টি করে উইকেট নেন।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

২৮ বলেই শেষ বাংলাদেশ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

২৮ বলেই শেষ বাংলাদেশ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

গুচ-ভন-পন্টিং-হেইডেনদের পাশে মুমিনুল

গুচ-ভন-পন্টিং-হেইডেনদের পাশে মুমিনুল

ক্যারিয়ারের ৮ম শতক হাকালেন মুমিনুল

ক্যারিয়ারের ৮ম শতক হাকালেন মুমিনুল

মুশফিকের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

মুশফিকের সামনে একাধিক রেকর্ডের হাতছানি