সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে শুরুতেই শেষ দুই ব্যাটসম্যান হারালো টাইগাররা।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ২৮ বল মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ। আর এ ২৮ বলে মাত্র ৯ রান যোগ করেছেন নাইম হাসান ও তাইজুল ইসলাম।
অভিষেক টেস্টে নাইম হাসান আজ (শুক্রবার) মাত্র ২ রান করে ব্যাক্তিগত মোট ২৬ রানে আউট হন। অন্যদিকে দিনের বাকি ৭ রান করেন তাইজুল ইসলাম। তাইজুল ৩৯ রানে অপরাজিত থাকলেও শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে নামা মোস্তাফিজুর ৩ বল খেলে ফেরেন শূন্য রানে।
প্রথম দিনের ৩১৫ রানের সাথে আজ মাত্র ৯ রান যোগ করায় বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩২৪।
দলের পক্ষে মোমিনুল হক ১২০, ইমরুল কায়েস ৪৪, তাইজুল ইসলাম ৩৯*, অধিনায়ক সাকিব আল হাসান ৩৪, নাইম হাসান ২৬, মেহেদি হাসান মিরাজ ২২, মোহাম্মদ মিথুন ২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান ৪টি করে উইকেট নেন।
এদিকে দ্বিতীয় দিনের প্রথম মেশনেই বাংলাদেশকে অলআউট করে ব্যাট হাতে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় সকাল ৯টা।