ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ১২০ রানের দর্শনীয় ইনিংস খেলেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হক। এটি তার ক্যারিয়াারের অষ্টম সেঞ্চুরি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুলের এটি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। এছাড়া এ ইনিংস দিয়ে একই ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম তুলে ইংল্যান্ডের গ্রায়েম গুচ-মাইকেল ভন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-ম্যাথু হেইডেনের পাশে নিজের নাম লিখালেন মুমিনুল।
মুমিনুলের মত একই ভেন্যুতে ছয়টি করে সেঞ্চুরি রয়েছে গুচ-ভন-পন্টিং-হেইডেনের। গুচ ও ভন লর্ডসে, পন্টিং অ্যাডিলেড ও সিডনিতে এবং হেইডেন মেলবোর্নের ভেন্যুতে ছয়টি করে সেঞ্চুরি করেছেন।
একই ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এককভাবে দখলে রেখেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোটর্স ক্লাবে ১১টি সেঞ্চুরি করেছেন জয়াবর্ধনে।