মুমিনুলের ১৩তম অর্ধশতক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ পিএম, ২২ নভেম্বর ২০১৮
মুমিনুলের ১৩তম অর্ধশতক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুমিনুলের ১৩তম অর্ধশতক পূর্ণ হয়েছে। ৭১ বলে ৭ চারের সাহায্যে বর্তমানে ৫৫ রানে অপরাজিত আছে মুমিনুল।

ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকায় আবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সে ধারা ধরে রাখতে পারেননি তিনি। টাইগারদের হতাশ করে শুরুতেই সাজঘরে ফিরেছেন এ ওপেনার।

কেমার রোচের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়েছিলেন সৌম্য। তবে বল উইকেটরক্ষক শেন ডরউইচের হাতে যাওয়ার আগে ব্যাটের কানা ছুঁয়ে যায়। ২ বল মোকাবেলা করে কোন রান করতে পারেননি সৌম্য।

পরে ইমরুল কায়েসের সঙ্গে শতরানের জুটি গড়েন মুমিনুল। তবে ৮৭ বলে ৪৪ রান করে আউট হন। 

সকালে ইনজুরি কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট টস জিতে  ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ একাদশ
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট, কিরন পাওয়েল, শাই হোপ, শেমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনিল আম্ব্রিস, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকন, কেমার রোচ, দেবেন্দ্র বিশু।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের রেকর্ড কেমন?

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের রেকর্ড কেমন?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্যে সাকিবের জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্যে সাকিবের জয়

বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে বাংলাদেশ

বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে বাংলাদেশ

শুরুতেই ধাক্কা খেল বিরাটের ভারত

শুরুতেই ধাক্কা খেল বিরাটের ভারত