ডান-হাতি অব-স্পিনার আকিলা ধনঞ্জয়ার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য শ্রীলঙ্কা দলে সুযোগ পেলেন নতুন মুখ ডান হাতি অফ স্পিনার নিশান পেরিস।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। আগামী ২৩ নভেম্বর ব্রিজবেনে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি। ওই দিনই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ঘরোয়া আসরে প্রথম শ্রেণিতে ১২ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী পেরিস।
এদিকে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়েছে রয়েছে লঙ্কান বাহিনী। দীর্ঘ ১৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা।
সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২০০১ সালে। এমনকি ২০১২ সালের পর এশিয়াতে এটি তাদের প্রথম সিরিজ জয়।