পাকিস্তানকে ৪ রানে হারিয়ে আবুধাবি টেস্টে নাটকীয় জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। ফলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের রেকর্ড গড়লো কিউইরা।
৪ রানের জয়ে টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ১ থেকে ৩ রানের জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (দু’বার) ও অস্ট্রেলিয়ার।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে জিতেছিল ক্যারিবীয়রা।
এ ম্যাচের আগে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয় ছিল ৭ রানে। ২০১১ সালে হোর্বাটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কিউইরা।
সবচেয়ে কম রানে টেস্ট ক্রিকেটে শীর্ষ পাঁচ জয়
১. অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৩ সালে ১ রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ
২. অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে ২ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড
৩. ইংল্যান্ডের বিপক্ষে ১৯০২ সালে ৩ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া
৪. অস্টেলিয়ার বিপক্ষে ১৯৮২ সালে ৩ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড
৫. অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ৪ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড।