টেস্টে কম রানে জয়ের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০১৮
টেস্টে কম রানে জয়ের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

ছবি : ক্রিকইনফো

পাকিস্তানকে ৪ রানে হারিয়ে আবুধাবি টেস্টে নাটকীয় জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। ফলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের রেকর্ড গড়লো কিউইরা।

৪ রানের জয়ে টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ১ থেকে ৩ রানের জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (দু’বার) ও অস্ট্রেলিয়ার।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে জিতেছিল ক্যারিবীয়রা।

এ ম্যাচের আগে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয় ছিল ৭ রানে। ২০১১ সালে হোর্বাটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কিউইরা।

সবচেয়ে কম রানে টেস্ট ক্রিকেটে শীর্ষ পাঁচ জয়
১. অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৩ সালে ১ রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ
২. অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে ২ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড
৩. ইংল্যান্ডের বিপক্ষে ১৯০২ সালে ৩ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া
৪. অস্টেলিয়ার বিপক্ষে ১৯৮২ সালে ৩ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড
৫. অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ৪ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

এমন হার বোধহয় পাকিস্তানের পক্ষেই সম্ভব!

এমন হার বোধহয় পাকিস্তানের পক্ষেই সম্ভব!

দুর্দান্ত ব্যাটিং পরীক্ষা দিয়ে ডাক পেল সাদমান

দুর্দান্ত ব্যাটিং পরীক্ষা দিয়ে ডাক পেল সাদমান

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে রান

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে রান

সাকিবকে পেয়ে খুশি কোচ

সাকিবকে পেয়ে খুশি কোচ