অধিনায়ক সাকিবের সঙ্গে ফিরলেন সৌম্যও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৮
অধিনায়ক সাকিবের সঙ্গে ফিরলেন সৌম্যও

বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ছাড়াও স্কোয়াডে রাখা হয়েছে বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

আসন্ন এ টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য আজ (শনিবার) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে বাংলাদেশ দলের ফিরেছেন সাকিব আল হাসান। গত সেপ্টেম্বরের শেষ দিকে হাতের আঙুলে অস্ত্রোপচারের কারণে মাঠে বাইরে ছিলেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি দলের নিয়মিত এ অধিনায়ক। তবে ধারণার চেয়ে অনেক আগেই বিশ্ব সেরা এ অলরাউন্ডার ফিরতে পারেন বলে আগেই আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এছাড়া দলে পুনরায় ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। দলে ডাক পেয়েছেন নতুন মুখ অফ স্পিনার নাঈম হাসান। চলতি বছরের প্রথম দিকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দলেও ছিলেন নাঈম। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।

এদিকে জিম্বাবুয়ে সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান লিটন দাস, নাজমুল হোসেন এবং পেসার সাইফুল ইসলাম ও আবু জায়েদ।

মাসব্যাপী সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং নাঈম হাসান।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন মাশরাফি

বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন মাশরাফি

কৃতিত্ব পুরো দলের

কৃতিত্ব পুরো দলের

মুশফিক-তাইজুলের হাতে ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কার

মুশফিক-তাইজুলের হাতে ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কার

শঙ্কা কাটিয়ে বাংলাদেশের বড় জয়

শঙ্কা কাটিয়ে বাংলাদেশের বড় জয়