সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দু’ইনিংসে যথাক্রমে ৬ ও ৫ উইকেট নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ঢাকায় চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসেও ১০৭ রানে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।
টানা তিন ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে রেকর্ড বইয়ে বাংলাদেশের দুই স্পিনার এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পাশে নিজের নাম লেখালেন তাইজুল।
এদিকে পাঁচ উইকেটের ‘হ্যাটট্রিক’ করে রেকর্ডে নাম লেখানো তাইজুলের সামনে এ ম্যাচেই হাতছানি দিচ্ছে আরও বেশ কয়েকটি রেকর্ডের। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৩, ৪, ৫ বা ৮ উইকেট পেলে প্রতিটির জন্যই একটি করে রেকর্ড সৃষ্টি হবে তাইজুলের। ৩, ৪ বা ৫ উইকেট পেলে হবে বাংলাদেশি রেকর্ড আর ৭ উইকেট পেলে হয়ে যাবে বিশ্বরেকর্ড।
২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ও ঢাকা টেস্টের দু’ইনিংসেই পাঁচ বা ততোধিক উইকেট নেন এনামুল। চট্টগ্রামে ৪৫ রানে ৬, ঢাকা টেস্টের দুই ইনিংসে ৯৫ রানে ৭ ও ১০৫ রানে ৫ উইকেট নেন এনামুল।
এনামুলের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার কীর্তি গড়েন বাংলাদেশের টেস্ট-টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।
২০০৮ সালে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইন টেস্টে ১৩০ রানে ৫, সেঞ্চুরিয়ন টেস্টে ৯৯ রানে ৬ ও ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৭০ রানে ৫ উইকেট নেন সাকিব। তাই এনামুল-সাকিবের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তাইজুল।