বুলবুল-আশরাফুল এখন মুশফিকের পেছনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ১৩ নভেম্বর ২০১৮
বুলবুল-আশরাফুল এখন মুশফিকের পেছনে

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে অপরাজিত ২১৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৫৮৯ মিনিট ক্রিজে ও ৪২১ বল মোকাবেলা করে ১৮টি চার ও ১টি ছক্কায় নিজের দর্শনীয় ইনিংসটি সাজান মুশি।

মুশফিকুর রহিমের এ ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ও বিশ্বের সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেছেন তিনি।

বাংলাদেশের প্রথম ও নিজের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন আমিনুল। আর বাংলাদেশের হয়ে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ বল মোকাবেলার রেকর্ড গড়েছিলেন আশরাফুল।

২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১৭ বল মোকাবেলা করেছিলেন অ্যাশ। সোমবার আমিনুল ও আশরাফুলের দু’টি অর্জন ভেঙে নতুন রেকর্ড গড়েছেন মুশফিক।

এদিকে শুধু আমিনুল-আশরাফুলই নন, ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এর ফলে কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। অর্থাৎ বিশ্বের প্রথম কিপার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি মালিক এখন একমাত্র মুশফিকুর রহিম।

বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার এমন ইনিংসটি স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে উৎসর্গ করেছেন। খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ইনিংসটি আমার স্ত্রীকে উৎসর্গ করেছি। ইনিংসটা অনেক স্পেশাল ছিল। ও (জান্নাতুল কিফায়াত মন্ডি) আমাকে অনেক অনেক উৎসাহ দিয়েছে। গতকালও আমাকে অনেক উৎসাহ দিয়েছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত ব্যাটিংয়ে মুশফিকের ডাবল সেঞ্চুরি

দুর্দান্ত ব্যাটিংয়ে মুশফিকের ডাবল সেঞ্চুরি

ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম

ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম

এমন চুমুর রহস্য জানালেন মুশফিক

এমন চুমুর রহস্য জানালেন মুশফিক

মাশরাফিকে উইন্ডিজ সিরিজে মাঠে দেখা যাবে কি?

মাশরাফিকে উইন্ডিজ সিরিজে মাঠে দেখা যাবে কি?