জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১১ নভেম্বর ২০১৮
জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

ছবি : ক্রিকইনফো

সিলেট টেস্টের শঙ্কা ঢাকাতেও ধরেছিল বাংলাদেশ দলের। দলীয় মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে সেই শঙ্কায় যেন বার বার ফিরে আসছিল টাইগারদের। তবে মুুমিনুল-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে স্বস্তির অবস্থানে রয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে ১৩ রানের মাথায় ইমরুল কায়েস, ১৬ রানের মাথায় লিটন দাস এবং ২৬ রানের মাথায় অভিষেক হওয়া মোহাম্মদ মিঠুন ফিরে যান।

শুরুতেই ৩ উইকেট হারিয়ে মুশফিকমুুমিনুলের ব্যাটি ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেধে অসাধারণ একটা ইনিংস খেলেন মুমিনুল। চা বিরতির আগেই সেঞ্চুরি তুলে নেন এ বাঁহাতি ব্যাটসম্যান। চা বিরতির পর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিমও। তবে দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে তেন্দাই চাতারাতে বলে আউট হন মুমিনুল।

২৪৭ বলেন ১৬১ রানের ইনিংস খেলেন মুমিনুল। তার এ ইনিংসে বাউন্ডারির মার ছিল ১৯টি। নিজের প্রথম ফিফটিটি তিনি তুলে নেন ৯২ বলে। পরের ফিফটি ৫৮ বলে।

১১১ রান নিয়ে এখনও উইকেটে রয়েছেন মুশফিকুর রহীম। এ রান নিয়ে দ্বিতীয় দিনের মতো সোমবার ব্যাট হাতে আবারও মাঠে নামবেন তিনি। মুশফিকের ২৩১ বলের অপরাজিত এ ইনিংসে ৯টি চারের মার রয়েছে।

১৬১ রানের মুমনিুল আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন তাইজুল ইসলাম। তবে ভালো করতে পারেননি। ব্যাক্তিগড়ত মাত্র ৪ রানেই ফিরে গেছেন তিনি। কাইল জার্ভিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দিনের শেষ উইকেট জিম্বাবুয়েকে উপহার দেন তিনি। তার আউট হওয়ায় ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১১১ রানে অপরাজিত থাকা মুশফিককে সাথে নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে মাঠে নামবেন মাহমুদউল্লাহ। তিনি শূন্য রানে অপরাজিত রয়েছেন।

অপর দিকে টস হেরে ফিল্ডিং করতে নামা জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস প্রথম দিন শেষে ১৯ ওভার বল করে ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট। চাতারা ১৮ ওভারে দিয়েছেন ১০ মেডেন ও ২৮ রানে নিয়েছেন ১ উইকেট।

দুই ম্যাচ সিরিজের প্রথম সিলেটে হেরে সফররত জিম্বাবুয়ের কাছে ১-০ ম্যাচে পিছিয়ে রয়েছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে এ সিরিজ হার বাঁচাতে হলে বাংলাদেশের সামনে এ ম্যাচ জয়ের বিকল্প নেই।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৯০ ওভারে ৩০৩/৫ (লিটন ৯, মুমিনুল ১৬১, মুশফিক ১১১*, তাইজুল ৪, মাহমুদউল্লাহ ০*; জার্ভিস ১৯-৫-৪৮-৩, চাটারা ১৮-১০-২৮-১, টিরিপানো ১৫-৩-৩৩-১)।



শেয়ার করুন :


আরও পড়ুন

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

এমন হারের কোন ব্যাখ্যা নেই : মাহমুদউল্লাহ

এমন হারের কোন ব্যাখ্যা নেই : মাহমুদউল্লাহ

তামিমের চোখ ওয়েস্ট ইন্ডিজে

তামিমের চোখ ওয়েস্ট ইন্ডিজে

ঢাকা টেস্টেও চাপে থাকবে বাংলাদেশ

ঢাকা টেস্টেও চাপে থাকবে বাংলাদেশ