সিলেটের অভিষেক টেস্টে সফরকারী জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজ হার এড়াতে আজ (রোববার) থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের।
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস, টেস্ট সিরিজে উপকৃত করবে বাংলাদেশকে এতে কোন সন্দেহ ছিলো না। তারওপর সিরিজের প্রথম ম্যাচটি ছিলো সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফলে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ছিলো সিলেটের। তাই নতুন ভেন্যুকে জয় দিয়ে উদযাপন করতে চেয়েছিল বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এমনটাই বলেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে ম্যাচ শুরুর পর থেকে সব হিসাব-নিকাশ পাল্টে দেয় জিম্বাবুয়ে। সিলেটের অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে মাত্র ২ রেটিং সংগ্রহে থাকা জিম্বাবুয়ে। ৬৭ রেটিং নিয়ে খেলতে নামা বাংলাদেশ লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেনি। ম্যাচ শুরুর আগ থেকেই একাদশ নিয়ে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। এক পেসার নিয়ে খেলতে নামে তারা।
তারপরও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২৮২ রানে আটকে দেয় বাংলাদেশ। জবাবে ১৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থই ছিলেন স্বাগতিকদের স্বীকৃত ব্যাটসম্যানরা। লিটন দাস থেকে মুশফিকুর রহিম, কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
সাত নম্বরে নেমে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন অভিষেক ম্যাচ খেলতে নামা আরিফুল হক। যা বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ। বাংলাদেশ যেখানে এক পেসার নিয়ে খেলেছে, সেখানে দুই পেসার নিয়ে খেলে ফায়দা লুটেছে সফরকারী দল। জিম্বাবুয়ের কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা দু’জনে পাঁচ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংস থেকে ১৩৯ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। আবারও বল হাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেন বাংলাদেশের তাইজুল। এবার নেন ৫ উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৩টি ও নাজমুল ইসলাম ২টি উইকেট নেন। এতে ১৮১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের সামনে ৩২১ রানের বড় টার্গেট ছুড়ে দিতে পারে জিম্বাবুয়ে।
ম্যাচের তৃতীয় দিনের শেষ দিকে জবাব দিতে নেমে বিনা উইকেটে ২৬ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের ব্যাটিং নৈপুন্যে আশার বেলুন ফুলিয়েছিলেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। তবে চতুর্থ দিন চা-বিরতি পর্যন্তও টিকতে পারেনি বাংলাদেশ। চা-বিরতির আগেই ১৬৯ রানে গুটিয়ে যায় টাইগাররা।
চলমান বছরের জানুয়ারি থেকেই টেস্ট ফরম্যাটে ব্যর্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। চার টেস্টের আট ইনিংসের কোনটিতেই দলীয় স্কোর ২শ পার করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি ১৬৯ ছিল সিলেটের দ্বিতীয় ইনিংসটি।
শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ৫১৩ ও ৫ উইকেটে ৩০৭ রান করে বাংলাদেশ। এরপরের সাত ইনিংসে বাংলাদেশের রান ছিল- ১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮ ও ১৪৩। ঢাকা টেস্টে সিরিজ হার এড়াতে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতেই হবে। যাতে প্রতিপক্ষকে রানের চাপায় পিষ্ট করা যায়।
বোলারদের পারফরমেন্স নিয়ে কপালে চিন্তার ভাজ না থাকলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মাঝে ব্যাটসম্যানদের নিয়ে চিন্তা রয়েই গেছে। ব্যাটিং ব্যর্থতার কারণেই ব্যাকফুটে থেকেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।
২০১৩ সালের পর টেস্ট ফরম্যাটে কোন ম্যাচই জিতেনি জিম্বাবুয়ে। সাতটি টেস্ট সিরিজ খেলে সবক’টিতেই হেরেছিল তারা। এর মধ্যে বাংলাদেশের কাছে একটি সিরিজ হারে জিম্বাবুয়ে। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। সাড়ে পাঁচ বছর কোন টেস্টে ও ১৭ বছর পর অ্যাওয়ে টেস্টে জয় পায় জিম্বাবুয়ে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় লড়াইয়েও জয়ের পাল্লা ভারী জিম্বাবুয়ের। ১৫ ম্যাচে মুখোমুখি হয়ে ৭টিতে জিতেছে তারা। ৫টি জিতে বাংলাদেশ। ৩টি ম্যাচ হয় ড্র। তাই এসব পরিসংখ্যানের সাথে সিলেটের অভিষেক টেস্টে দুর্দান্ত জয় চলমান সিরিজের শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে ভালো খেলতে উৎসাহী করবে, এটি বলার অপেক্ষা রাখে না।
সিলেট টেস্টে জয় পাওয়ায় অনেকটাই ভালো মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। সফরকারী দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ভাষাতেও তার আভাস পাওয়া গেল।
সংবাদ সম্মেলনে মাসাকাদজরা বলেছেন, ‘প্রথম টেস্টের পারফর্মেন্স আমাদের প্রচুর আত্মবিশ্বাসী করেছে। এই খেলায় নামার আগে এটা দলের জন্য সবসময়ই ভালো। আমরা জানি যে তারা (বাংলাদেশ) কিছুটা চাপে থাকবে এবং বলতে চাইছি যে সেই চাপটা বড় রকমেরই। সে কারণে আমি বেশ আত্মবিশ্বাসী এ ম্যাচে।’
বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি রাহি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান ব্রুল, তেন্ডাই চাতারা ও ক্রিস এমপফু।