ভালো অবস্থায় ঢাকা বিভাগ, লিডে ঢাকা মেট্রো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ০৭ নভেম্বর ২০১৮
ভালো অবস্থায় ঢাকা বিভাগ, লিডে ঢাকা মেট্রো

২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে ভালো অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতক ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে আব্দুল মাজিদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে ঢাকা বিভাগ। ১০৪ রান করেন মাজিদ। সিলেটের এনামুল হক জুনিয়র হ্যাটট্টিকসহ ৮৭ রানে ৫ উইকেট নেন।

প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ ছিল ২৩৮ রান। তাই ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১০২ রান করেছে সিলেট বিভাগ। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৬ রানে পিছিয়ে রয়েছে সিলেট। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা রাজিন সালেহ ৪০ রানে অপরাজিত আছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন অলক কাপালি। ঢাকা বিভাগের শাহাদাত হোসেন ২ উইকেট নেন।

এই স্তরের আরেক ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেট হাতে নিয়ে ৭৯ রানে এগিয়ে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা মেট্রো।

এর আগে প্রথম ইনিংসে সাদিকুরের সেঞ্চুরিতে ৩৪৫ রানের সংগ্রহ পায় চিটাগং বিভাগ। প্রথম ইনিংসে ৩২৮ রান করেছিল ঢাকা মেট্রো।

ঢাকা বিভাগ-সিলেট বিভাগের সংক্ষিপ্ত স্কোর
সিলেট বিভাগ : ২৩৮ ও ১০২/৪, ৪৯ ওভার (রাজিন ৪০*, কাপালি ৩৯, শাহাদাত ২/১৯)।
ঢাকা বিভাগ : ৩৪৬/১০, ১১৪.৫ ওভার (মাজিদ ১০৪, মোশাররফ ৫০, এনামুল ৫/৮৭)।

চিটাগং বিভাগ-ঢাকা মেট্রোর সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো : ৩২৮ ও ৯৬/৩, ৩০ ওভার (শামসুর ৩৭*, আজমির ২০, নাইম ১/২০)।
চট্টগ্রাম বিভাগ : ৩৪৫/১০, ১১৩.২ ওভার (সাদিকুর ১০১, পিনাক ঘোষ ৭৬, আবু হায়দার ৪/৯৭)।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

আবারও মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আবারও মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষায় ছিল জিম্বাবুয়ে

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষায় ছিল জিম্বাবুয়ে