সিলেটের অভিষেক টেস্টে হারের শঙ্কায় পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ৩২১ রানের টার্গেটে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১১ রান তুললেও বিরতি থেকে ফিরে সাজঘরে ফিরেছেন মুশফিক। ফলে ৬ উইকেট হারিয়ে অনেকটাই হারের বৃত্তে বাংলাদেশ।
এ টেস্টে জয় থেকে এখনো বেশ দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। হাতে আছে ৪টি উইকেট। তবে এ অবস্থা থেকেও ঘুড়ে দাঁড়ানো সম্ভব। যদিও সিলেটে উইকেট সে ভাষায় কথা বলছে না।
তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিন প্রথম সেশনে আরও ৮৫ রান যোগ করতেই প্রথম ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা।
লিটন দাস ২৩, ইমরুল কায়েস ৪৩, মোমিনুল হক ৯, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ ও নাজমুল হোসেন শান্ত ১৩ রান করে আউট হন। বিরতি থেকে ফিলে ভালোই খেলছিল বাংলাদেশ। তবে মুশফিকের খামখেয়ালি শট খেলতে গিয়ে ক্যাচ বন্দি হন। সাজঘরে ফেরার আগে
মুশফিকের ব্যক্তি রান ছিল ১৩।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৮২ ও বাংলাদেশ ১৪৩ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১৮১ রান। ফলে জিম্বাবুয়ের সর্বমোট লিড দাঁড়ায় ৩২১ রানে।