আবারও মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৫ নভেম্বর ২০১৮
আবারও মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিলেটে অভিষেক টেস্টে দ্বিতীয়বারের মত নিরাপত্তা বেষ্টনি ভেঙে মাঠে ঢুুকে পড়লো দর্শক। ম্যাচের প্রথম দিন চা-বিরতির পর এক ক্ষুদে দর্শক মাঠে ঢুকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে। তৃতীয় দিন (সোমবার) আবারও ঘটলো একই ঘটনা।

মধ্যাহ্ন-বিরতির পর খেলা শুরু হলে মাঠে ঢুকে পড়ে এক কিশোর। ক্রিজের কাছাকাছি গিয়ে তিনিও জড়িয়ে ধরেন মুশফিককে। তাই সিলেটের অভিষেক টেস্ট চলাকালীন দু’বারই নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে প্রবেশ করেন দুই ক্রিকেট ভক্ত।

প্রথম দিন ভক্তের ওমন কাণ্ডে চমকে গিয়েছিলেন মুশফিক। তবে আজ (সোমবার) এমন কাণ্ডে চমকে যাননি। ঐ ভক্তকে জড়িয়ে ধরে হাসিই দিয়েছেন মুশি।

তবে এদিকে মাঠের মাঝে এভাবে দর্শক ঢুকে পড়া নিরাপত্তা নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে সিলেটের মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

আসিফ হাসান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‌‘ছেলেটা এই দৌড় যদি মুশফিকদের দৌড়ে বাঁধা গ্রস্থ করে? ছেলেটার এই দৌড় যদি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম মাত্র নিরাপত্তাকেও আবারও প্রশ্নবিদ্ধ করে? ভাই মুশফিকের সাথে অন্য ওয়েতেও দেখা করা যায়।খুব যে কঠিন তা কিন্তু নয়। তুমি প্রাক্টিসের সময় যেতে পারতে। তুমি হোটেলের সামনে পাগলামি করতে পারতে! তুমি কোন সাংবাদিকের সামনে পাগলামি করতে পারতে! তুমি স্টিডিয়ামের কর্মরতদের সাথে পাগলামি করতে পারতে। আরো তো কত ওয়ে আছে বাংলাদেশসহ ওয়াল্ডের ফ্যানদের পাগলামি তাদের সেটাকে বাস্তবে রুপ দেওয়া যদি দেখো তাহলে বুজতা।’

‘বিষয় এভাবে না করলেও পারতা। এখন যা হওয়ার হয়ে গেছে, চাই ভবিষ্যতে যেন কেউ এমন না করে এই বিষয়টা আইন ধারা যেন নিয়ন্ত্রণ করা হয়। এতটুকু বলব আমরা যাদেরকে এত লাভ করি তাদেরকে কেন বিপদে ফেলব?তাহলে পাগলামিটা করব কাদের নিয়ে? চলুক পাগলী তবে মস্তিষ্কহীনদের মতো না। ভালো থাকুন মুশফিক, ভালো থাকুক তার পাগলা ভক্তরা।’

জান্নাতুর রহমান তামিম নামে আরও একজন ফেসবুকে লিখেছেন, ‘ছোট বাচ্চা মাঠে ঢুকেছিলো সেটা মেনে নেয়ার কিন্তু এবার মনে হচ্ছে সত্যিই নিরাপত্তার অভাব। ভক্তরা পাগলামি করবেই, তাই বলে সিকিউরিটি সমস্যা হলে আন্তর্জাতিক ভাবে ম্যাচ বন্ধ হয়ে যেতে পারে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

১৪৩ রানেই অলআউট বাংলাদেশ

১৪৩ রানেই অলআউট বাংলাদেশ

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ভাবনা ছিল জিম্বাবুয়ের

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ভাবনা ছিল জিম্বাবুয়ের

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম