জিম্বাবুয়ে বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৮২ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে।
রোববার প্রথম ইনিংসেই ১৩৯ রানের লিড নিয়ে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ রান তুলতেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। ফলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৪০ রান এগিয়ে জিম্বাবুয়ে।
সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হলো স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পেল জিম্বাবুয়ে। কারণ
প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের তাইজুল ১০৮ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে আরিফুল হক অপরাজিত ৪১, মুশফিকুর রহিম ৩১, মেহেদি হাসান মিরাজ ২১, মোমিনুল হক ১১, লিটন দাস ৯, তাইজুল ইসলাম ৮, ইমরুল কায়েস-নাজমুল হোসেন শান্ত ৫ করে, নাজমুল ইসলাম ৪ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, আবু জায়েদ শূন্য রানে আউট হয়েছেন।
জিম্বাবুয়ের পক্ষে তেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা ৩টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৮২
বাংলাদেশ ১ম ইনিংস : ১৪৩
জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২ ওভারে ১/০