তাইজুলের ৬ উইকেট শিকারে ২৮২ রানে অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৪ নভেম্বর ২০১৮
তাইজুলের ৬ উইকেট শিকারে ২৮২ রানে অলআউট জিম্বাবুয়ে

বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারে সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৮২ রানেই অলআউট করে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম দিন শেষে জিম্বাবুয়ে করেছিল ৫ উইকেটে ২৩৬ রান। দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে আরও ৪৬ রান যোগ করতে পারে সফরকারীরা। দলের পক্ষে সিন উইলিয়ামস ৮৮, পিটার মুর অপরাজিত ৬৩ ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন।

বাংলাদেশের তাইজুল ১০৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপু নিয়েছেন ২টি উইকেট, আবু জায়েদ-মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নিয়েছেন।

তাইজুল তার ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নিলেন। ইনিংস শেষে তার বোলিং ফিগার ৩৯.৩-৭-১০৮-৬। ক্যারিয়ারে এর ছয় বা তার বেশি উইকেট আরও দুইবার নিয়েছিলেন।

৫ উইকেটে ২৩৬ রানে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে পেরেছে ২৬.৩ ওভার। এ সময়ে মাত্র ৪৬ রান তুলতেই অলআউট হয়ে গেছে সফরকারীরা।

দিনের শুরুতে রয়ে সয়ে খেলে প্রথম চল্লিশ মিনিট কাটিয়ে দিয়েছিলেন মুর এবং চাকাভা। ধীরস্থির ইনিংসে মুর তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। চাকাভাও এগুচ্ছিলেন সে পথেই। তবে দিনের ১৩তম ও ইনিংসের ১০৩তম ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হয়েছে চাকাভাকে।

২৬১ রানের মাথায় চাকাভা ফিরে যাওয়ার পরে বেশিক্ষণ টেকেনি জিম্বাবুয়ের ইনিংস। বাকি চার উইকেটের ১টি নেন নাজমুল অপু। অন্য তিনটি নেন তাইজুল। ১৯২ বলের ইনিংসে ৬৩ রান অপরাজিতই থেকে যান জিম্বাবুয়ের পিটার মুর।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম দিনে ২৩৬ রানে জিম্বাবুয়ে, হাতে ৫ উইকেট

প্রথম দিনে ২৩৬ রানে জিম্বাবুয়ে, হাতে ৫ উইকেট

টেস্টে অষ্টম স্থানে উঠতে পারে বাংলাদেশ!

টেস্টে অষ্টম স্থানে উঠতে পারে বাংলাদেশ!

‘সিলেট স্টেডিয়াম এশিয়ার সেরা টেস্ট ভেন্যু’

‘সিলেট স্টেডিয়াম এশিয়ার সেরা টেস্ট ভেন্যু’

এবার মাঠে মুশফিককে জরিয়ে ধরলেন কিশোর ভক্ত!

এবার মাঠে মুশফিককে জরিয়ে ধরলেন কিশোর ভক্ত!