টেস্টে অষ্টম স্থানে উঠতে পারে বাংলাদেশ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৮
টেস্টে অষ্টম স্থানে উঠতে পারে বাংলাদেশ!

বর্তমানে ৬৭ রেটিং নিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে সামনের চারটি টেস্ট জিততে পারলেই র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠে যাবে টাইগাররা।

সম্প্রতি ভারতের কাছে সদ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হওয়াতেই এমন সমীকরণ দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে।

জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দু’টি টেস্ট রয়েছে বাংলাদেশের। তাই এ চারটি টেস্ট জিততে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে ওঠে যাবে বাংলাদেশ।

৭৬ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়ে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে ওঠার মিশন শুরু করলো বাংলাদেশ।

আইসিসি টেস্ট র‌্যাংকিং
১. ভারত, রেটিং পয়েন্ট ১১৬
২. দক্ষিণ আফ্রিকা, রেটিং পয়েন্ট ১০৬
৩. ইংল্যান্ড, রেটিং পয়েন্ট ১০৫
৪. নিউজিল্যান্ড, রেটিং পয়েন্ট ১০২
৫. অস্ট্রেলিয়া, রেটিং পয়েন্ট ১০২
৬. শ্রীলঙ্কা, রেটিং পয়েন্ট ৯৫
৭. পাকিস্তান, রেটিং পয়েন্ট ৮৮
৮. ওয়েস্ট ইন্ডিজ, রেটিং পয়েন্ট ৭৬
৯. বাংলাদেশ, রেটিং পয়েন্ট ৬৭
১০. জিম্বাবুয়ে, রেটিং পয়েন্ট ২।



শেয়ার করুন :