বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এ ম্যাচ নিয়ে আয়োজনের কোনো কমতি রাখেনি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘তারকা গ্যালারি।’
সিলেটের যেসব ক্রিকেট খেলোয়াড়দের মাধ্যমে বিশ্ব মঞ্চে নাম উঠেছে সেসব সাবেক সব খেলোয়াড়দের ছবির পাশাপাশি ঐতিহাসিক সব বিজয় ও ঘটনার ছবি চিত্র তুলে ধরা হয়েছে শিল্পীদের হাতের জাদুতে। সিলেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে প্রবেশ করলেই দেখা যাবে এ মিউজিয়াম।
সিলেটের হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা- শফিকুল হক হীরা, অলক কাপালি, রাজিন সালেহ, তাপস বৈশ্য-সহ বেশকিছু খেলোয়াড়ের জায়গা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের ওই বিশেষ কর্নারে। যার নাম রাখা হয়েছে- ‘ন্যাশনাল ক্রিকেটার্স ফ্রম সিলেট’।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেটীয় সব রোমাঞ্চকর জয় ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে স্থাপিত ক্রিকেট আর্কাইভের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।