সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট খেলবে আগামী ৩ নভেম্বর। হাতে এখনো চারদিন সময় রয়েছে। তবে ওয়ানডে সিরিজ শেষ করে বসে নেই টাইগাররা। টেস্টে সিরিজ সামনে রেখে মাঠে নেমে পড়েছেন মাহমুদুল্লাহ-মুশফিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ বাহিনী। সকাল ১১টায় জাতীয় দলের ক্রিকেটাররা টিম হোটেল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান। সেখানে প্রধান কোচ স্টিভ রোডস, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি সেন্ট্রাল উইকেটে ব্যাটসম্যানদের ব্যাটিং করান।
বোলাররাও বোলিং করেন সেন্ট্রাল উইকেটে। এ ছাড়াও প্র্যাকটিস উইকেটেও নেট করেছেন ব্যাটসম্যানরা। মুশফিক-রিয়াদ থেকে শুরু করে টেস্ট দলের প্রায় সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন অনুশীনে।
আগামী ৩ নভেম্বর শুরু হওয়া ম্যাচের মধ্য দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গত শনিবার (২৭ অক্টোবর) সিলেট গেছে বাংলাদেশ দল। গতকাল রোববার সিলেটে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় স্টেডিয়ামের ইনডোরে নিজেদের অনুশীলন সেড়েছে টাইগাররা।
অন্যদিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রমের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ (সোমবার) থেকে এ ম্যাচ শুরু হবার কথা ছিল।