ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক মায়াঙ্ক আগরওয়ালের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা দীর্ঘদিনের। এহেন ডানহাতি কর্ণাটকীকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা করে দেন জাতীয় নির্বাচকরা। তবে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি মায়াঙ্কের।
অস্ট্রেলিয়ার সফরের পরবর্তী টেস্ট সিরিজের জন্য এমএসকে প্রসাদরা আঠারো সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেও অদ্ভূতভাবে জায়গা হয়নি আগরওয়ালের। অর্থাৎ মাঠে নামার সুযোগ না পেয়েই জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি।
ঠিক এভাবেই ইংল্যান্ড সফরে একটিও ম্যাচে সুযোগ না পাওয়া করুণ নায়ার বাদ পড়েছিলেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। সেই নায়ারকেও রাখা হয়নি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ঢুকেছিলেন পেসার মহম্মদ সিরাজ। তিনিও নেই অস্ট্রেলিয়াগীমী দলে৷ যদিও প্রথমসারির পেসারদের বিশ্রাম দেওয়া হয়েছিল বলেই শিকে ছিঁড়েছিল সিরাজের ভাগ্যে। তাই অস্ট্রেলিয়া সফরে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে আশ্চর্য্যের কিছু নেই।
ইংল্যান্ড সফরের শেষ দু’টি টেস্ট এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেও কাউন্টির পারফরম্যান্স দিয়ে দলে ফিরে এলেন মুরলি বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতোই অস্ট্রেলিয়া সফরেও শিখর ধাওয়ানকে টেস্ট দলের জন্য বিবেচনা করেননি নির্বাচকরা। লোকেশ রাহুল অফ ফর্মে থাকলও তাঁর উপর আস্থা রেখেছেন প্রসাদরা।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় দলের তিনজন ওপেনার হলেন লোকেশ রাহুল, মুরলি বিজয় ও নবাগত পৃথ্বী শ। পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মাও। ঋষভ পন্ত প্রথম উইকেটকিপার হিসাবে দলে জায়গা ধরে রেখেছেন। রিজার্ভ উইকেটকিপার হিসাবে পুনরায় ডাক পেয়েছেন পার্থিব প্যাটেল। বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।
টেস্টে পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারতীয় দল। স্কোয়াডে পাঁচজন পেসার হলেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ। অশ্বিন-জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে জায়গা ধরে রেখেছেন কুলদীপ।
অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দল:
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), মুরলি বিজয়, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ।