আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৮
আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি আক্রান্ত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলে না থাকায় অধিনায়কের দায়িত্ব পান নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

এর আগে চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজের নেতৃত্বের অভিষেক টেস্ট ড্র করেছিলেন মাহমুদ উল্লাহ। প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ৮৩ রান। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৮ রান তুলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন তিনি। যদিও দ্বিতীয় টেস্টে খুব বাজেভাবে হারতে হয়েছিল বাংলাদেশ দলকে। এরপর চলতি বছরেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে নেতৃত্ব দেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ পর্যন্ত টাই হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

শেষ পর্যন্ত টাই হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রাভো

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি