রাহান-পন্তের ব্যাটে ঘুরে দাড়াল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৮
রাহান-পন্তের ব্যাটে ঘুরে দাড়াল ভারত

হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে ঋষভ পন্ত ও অজিঙ্ক রাহানের ব্যাটে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চার উইকেটে ৩০৮ রান তুলেছে ভারত। পন্ত ৮৫ এবং রাহানে ৭৫ রানে অপরাজিত রয়েছেন। ১৬২ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ১৪৬ রান যোগ করে ভারতের ইনিংসকে তিনশ রানের গণ্ডি পার করান পন্ত ও রাহানে।

ওয়েস্ট ইন্ডিজকে ৩১১ রানে বেঁধে রাখার পর ভারতের শুরুটা মধুর হয়নি। আগের ম্যাচে অভিষেক হওয়া পৃথ্বী শ এদিনও দারুণ ব্যাটিং করলেও মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বীর ওপেনিং পাার্টনার লোকেশ রাহুল। চেতেশ্বর পূজারাও চূড়ান্ত ব্যর্থ। মাত্র ১০ রান করেন তিনি। অধিনায়ক কোহলি ব্যক্তিগত ৪৫ রানে জেসন হোল্ডারের শিকার হন। শুরুটা ভালো করেও হাফ-সেঞ্চুরির আগে ক্যারিবিয়ান অধিনায়কের বলে এলবিডব্লিউ হন বিরাট। তারপর থেকে দলকে টানেন রাহানে ও পন্ত।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে লাঞ্চের আগে ৩১১ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের লাঞ্চে ভারত ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছিল। কিন্তু দ্বিতীয় সেশনে আরও ৯৩ রান যোগ করলেও মূল্যবান তিনটি উইকেট হারায় টিম ইন্ডিয়া। চা-বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। কিন্তু শেষ সেশনে কোনও উইকেট না হারিয়ে ১৩৫ রান যোগ করে পন্ত-রাহানে জুটি।

এর আগে ৭ উইকেটে ২৯৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন সকালে মাত্র ১৬ রান যোগ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। উমেশ যাদবের আগুনে স্পেলে ঝলসে যায় ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার। দেবেন্দ্র বিশু প্রথম দিনের শেষবেলায় রোস্টন চেসকে যথাযথ সঙ্গ দিলেও দ্বিতীয় দিনে মুহূর্তের জন্যও স্বচ্ছন্দ্যে ছিলেন না। উমেশ যাদব রণমূর্তী ধারণ করায় অসহায় আত্মসমর্পণ ছাড়া উপায় ছিল না বিশুর কাছে। ব্যক্তিগত ২ রানে যাদবের বলে বোল্ড হন তিনি।

তবে রোস্টন চেস টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ও ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। তিন অঙ্কে পৌঁছনোর পর চেসের মনোসংযোগে চিড় ধরে। সেই সুযোগে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে নিখুঁত ইনস্যুইঙ্গারে চেসের স্ট্যাম্প উড়িয়ে দেন উমেশ এবং ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন। চেস ১০৬ রান করে সাজঘরে ফেরেন। ১৮৯ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

রোববার দেশে ফিরছেন সাকিব

রোববার দেশে ফিরছেন সাকিব

টি-টোয়েন্টি সিরিজও জিতলো দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি সিরিজও জিতলো দক্ষিণ আফ্রিকা