উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ অক্টোবর ২০১৮
উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে সফররত ওয়েস্ট ইন্ডিজ। মূলত প্রথম টেস্টের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চান কোহলিরা। অবশ্য সে লক্ষ্যে এগিয়েও যাচ্ছে তার দল।

দ্বিতীয় টেস্টে হায়দরাবাদে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৪ রানে ব্রেথওয়েট ও ২২ রানে পাওয়েল ফিরে যান প্যাভেলিয়নে। এরপর হোপ ৩৬, হেটমেয়ার ১২, অ্যাম্বিরস ১৮ রান করে আউট হলে ছয় নম্বরে ব্যাট হাতে মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন চেস।

৩০ রানের ইনংস খেলে কিছুটা সঙ্গ দেন ডরউইচ। এরপর চেসের সঙ্গে ব্যাট হাতে লড়াই চালান অধিনায়ক হোল্ডার। ৬০ ওভারেই ১৮২ রানে ৬ উইকেট হারিয়ে অনেকটা বেকফুটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যা নিয়ে বড় রানের লক্ষ্যে যাওয়ার সম্ভবনা খুবই কম।

ভারতের হয়ে বল হাতে সফল দুই যাদব। দু’জনে মিলে এখনও পর্যন্ত নিয়েছেন ৫টি উইকেট। দুটো উইকেট নিয়েছেন উমেশ যাদব। তিনটি উইকেট কুলদীপ যাদবের। বাকি একটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে প্রথম ইনিংসে দলের দুর্দান্ত পারফরমেন্সে খুশি ভারত অধিনায়ক কোহলি। কোহলি বলেন, ‘প্রথম টেস্টে আমরা দলগত পারফরমেন্স করেছি। ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব পালন করেছে। বোলাররা ভালো পারফরমেন্স করেছে।’

তিনি আরও বলেন, ‘দু’ইনিংসে ধারাবাহিকভাবে ভালো করা কঠিন। কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে। বোলারদের কাছ থেকেই সবচেয়ে বেশি ভালো ফল আশা করেছি। আশা করবো, দ্বিতীয় টেস্টেও আমরা ভালো খেলতে পারব এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করব।’

অন্যদিকে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়িয়ে ভালো পারফরমেন্স করার কথা বলেছিলেন ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘প্রথম টেস্টে সব বিভাগেই আমরা খারাপ খেলেছি। দল হিসেবে আমরা ভালো করতে পারিনি। তবে আমাদের ভুলগুলো বের করতে পেরেছি। আশা করি, দ্বিতীয় টেস্টে আমরা ভালো খেলতে সক্ষম হবো। আমাদের লক্ষ্য থাকবে, সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের স্বাদ নেয়া। ভালোভাবে সিরিজ শেষ করতে চাই আমরা।’



শেয়ার করুন :


আরও পড়ুন

হোয়াইটওয়াশ চাওয়া ভারতে বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

হোয়াইটওয়াশ চাওয়া ভারতে বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

রেকর্ড গড়ে টেস্ট জিতলো ভারত

রেকর্ড গড়ে টেস্ট জিতলো ভারত

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকেই ম্যাচ সেরা পৃথ্বী

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকেই ম্যাচ সেরা পৃথ্বী

কিভাবে ব্যাটিং করতে হয় দেখিয়েছে ভারত : ব্র্যাাথওয়েট

কিভাবে ব্যাটিং করতে হয় দেখিয়েছে ভারত : ব্র্যাাথওয়েট