ভারতের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক টেস্টেই ম্যাচ সেরা হলেন ভারতের পৃথ্বী শ। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতের ২৯৩তম খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে তার।
ক্যারিয়ারের প্রথম টেস্টেই ১৩৪ রানের নান্দনিক ইনিংস খেলেন পৃথ্বী। পুরষ্কার হিসেবে ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ও হন ১৮ বছর বয়সী এ ডান-হাতি ব্যাটসম্যান।
ভারতের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ সেরা হলেন তিনি। এর আগে অভিষেক ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন- প্রবীন ন আমরে, আরপি সিং, রবীচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।
এদিকে নিজেদের টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানের ব্যবধানে হারিয়ে এ রেকর্ড গড়ে ভারত।
আরও পড়ুন- রেকর্ড গড়ে টেস্ট জিতলো ভারত
ম্যাচের তৃতীয় দিনের চা-বিরতির পরই জয় তুলে নিয়ে রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। ইনিংস ও রানের ব্যবধানে ভারতের আগের জয়টি ছিল চলতি বছরই। ব্যাঙ্গালুরুতে আফগানিস্তানের অভিষেক টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত।