ভারতীয় বোলারদের তান্ডবে কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৮
ভারতীয় বোলারদের তান্ডবে কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজ

স্বাগতিক ভারতীয় ব্যাটসম্যানদের রান উৎসবের পর বোলারদের তান্ডবে প্রথম টেস্টের দ্বিতীয় দিন কোনঠাসা হয়ে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। রাজকোটে চলমান টেস্টে ৯ উইকেটে ৬৪৯ রানে তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৪ রান সংগ্রহ করেছ ওয়েস্ট ইন্ডজ।

প্রথম দিনই নতুন শেনসেশন পৃথ্বি শ’র সেঞ্চুরির পর আজ (শুক্রবার) দিত্বীয় দিনে সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ভারতীয় অধিনায়কের টেস্ট ক্যারিয়ারে ২৪তম সেঞ্চুরির দিন প্রথম শতরান করেন জাদেজা।

এদিকে ৫৫৫ রান পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন শুরু করবে ক্যারিবিয়রা। শক্তিশালী স্পিনের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোটাই এখন সফরকারীদের প্রধান লক্ষ্য। দিন শেষে রোস্টন চেজ ২৭ এবং কেমো পল ১৩ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন চা বিরতির পর ব্যাট হাতে নেমেই ভারতীয় বোলিং তান্ডবের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। নিজের প্রথম স্পেলেই প্রতিপক্ষের দুই ওপেনারকে বিদায় করেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট শিকারে মেতে ওঠেন স্পিনাররা।

আগের দিন ৭২ রানে অপরাজিত থাকা কোহলি টেস্ট ক্যারিয়ারে ২৪তম সেঞ্চুরি পূর্ণ করে ১৩৯ রানে দেবেন্দ্র বিশুর শিকারে পরিণত হন। ডন ব্র্যাডম্যানের কোহলিই কম ম্যাচ খেলে ২৪তম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ইংল্যান্ড সফরে ব্যর্থ হওয়া জাদেজা টেস্ট ক্যারিয়ারে প্রথম শত রান তুলে নেয়ার পথে ক্যারিবিয় বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা করেছেন। তবে দুর্ভাগ্য অভিষেক টেস্ট খেলাতে নামা উইকেরক্ষক ঋষভ পান্তের। সেঞ্চুরির দারপ্রান্তে গিয়েও ৯২ রানে বিশুর শিকারে পরিণত হন।

তবে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমণে ছিলেন না কেমার রোচ ও নিয়মিত অধিনায়ক জেজস হোল্ডার। ক্যারিবিয় দলের সবচেয়ে সফল বোলার বিশু ২১৭ রানে ৪ উইকেট শিকার করেন।

সংখিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংস : ৬৪৯/৯ডি. (কোহলি ১৩৯, পৃথ্বি ১৩৪, জাদেজা অপরাজিত ১০০: বিশু ২১৭/৪)।
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস: ৯৪/৬ (চেজ অপরাজিত ২৭; সামি ১১/২)।



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেকেই সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

অভিষেকেই সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

টেস্টে দ্রুত ২৪তম শতরানে ব্র্যাডম্যানের পরেই কোহলি

টেস্টে দ্রুত ২৪তম শতরানে ব্র্যাডম্যানের পরেই কোহলি

নতুন রেকর্ড গড়তে ৩৮ রান দূরে বিরাট

নতুন রেকর্ড গড়তে ৩৮ রান দূরে বিরাট

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স