টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরিয়ান হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে বাদ দিলে এতো কম ইনিংসে ২৪টি সেঞ্চুরির রেকর্ড আরও কারো নেই।
২৪টি সেঞ্চুরি করতে ব্র্যাডম্যান সময় নিয়েছিলেন মাত্র ৬৬ ইনিংস। রেকর্ডটা তারই দখলে। আর ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করে ডনের ঠিক নিচেই বসলেন কোহলি। তালিকার তিন ও চার নম্বরে রয়েছে আরও দুই ভারতীয় ব্যাটসম্যান। তারা হলেন- সচিন টেনডুলকার (১২৫ ইনিংস) ও সুনীল গাওস্কার (১২৮ ইনিংস)।
শুক্রবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে দেবেন্দ্র বিশুকে শর্ট ফাইন লেগ বাউন্ডারি মেরে শতরানে পৌঁছান ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শতরানে তার সামনে শুধু সচিন টেনডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাওস্কার (৩৪) রয়েছেন। কোহালি এ তালিকায় চার নম্বরে।
পরিসংখ্যান অনুসারে, অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে কোহালির এটা ১৭তম শতরান। চলতি বছরে টেস্টে তার চার নম্বর শতরান। দক্ষিণ আফ্রিকায় একটি, ইংল্যান্ডে দুটি এবং রাজকোটে এলো একটি। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটা অবশ্য তার সপ্তম শতরান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহালির এটা দ্বিতীয় টেস্ট শতরান। ঘরের মাঠে ১১তম এবং চার নম্বরে নেমে ২০তম শতরান। প্রথম ইনিংসে ১৯তম শতরান। এ নিয়ে বিশ্বের ২০ মাঠে শতরান করলেন কোহলি। যার মধ্যে অর্ধেক ভেন্যু ভারতে। আর প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ৩১তম শতরান।
Virat Kohli’s authoritative 24th Test
— BCCI (@BCCI) October 5, 2018
Another day, another 100. Watch how the India captain carefully builds his innings and becomes the second fastest player in the world to get to 24 Test tons.
▶️https://t.co/sALonRkJyN @Paytm #INDvWI pic.twitter.com/3xprmKFrDX