গ্র্যান্ডহোমের সেঞ্চুরিতে বড় লিডে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭
গ্র্যান্ডহোমের সেঞ্চুরিতে বড় লিডে নিউজিল্যান্ড

অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের দ্রুততম সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় লিড পেল স্বাগতিক নিউজিল্যান্ড।

খেলায় মাত্র ৭১ বলে সেঞ্চুরি তুলে ১০৫ রানে আউট হন গ্র্যান্ডহোম। ফলে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৪৭ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। ১ উইকেট হাতে নিয়ে ৩১৩ রানে এগিয়ে কিউইরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রান।

২ উইকেটে ৮৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ১২ রান নিয়ে শুরু করে ৯৩ রানে থামেন রস টেইলর। এছাড়া হেনরি নিকোলস ৬৭ রান করেন। সাত নম্বর ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন গ্র্যান্ডহোম।

নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির ক্ষেত্রে এটি দ্বিতীয়। মাত্র ৫৪ বলে টেস্ট ক্রিকেটের এবং নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো দখলে আছে সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের।

বড় ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরিতে যৌথভাবে নবম স্থানে রয়েছেন গ্র্যান্ডহোম। ১১টি চার ও ৩টি ছক্কায় ৭৪ বল মোকাবেলায় নিজের ইনিংস সাজান গ্র্যান্ডহোম।



শেয়ার করুন :


আরও পড়ুন

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে কোহলিরা

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে কোহলিরা

অন্যরকম বিশ্বরেকর্ড গড়লেন অ্যামব্রিস

অন্যরকম বিশ্বরেকর্ড গড়লেন অ্যামব্রিস

অ্যাশেজে মাঠে গড়ালো দিবা-রাত্রির টেস্ট

অ্যাশেজে মাঠে গড়ালো দিবা-রাত্রির টেস্ট

মুক্তি পেলেন আরাফাত সানি

মুক্তি পেলেন আরাফাত সানি