আমিরকে বাদ দিয়ে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮
আমিরকে বাদ দিয়ে পাকিস্তানের দল ঘোষণা

বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেস্ট দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেলেন ৩৩ বছর বয়সী অফ-স্পিনার বিলাল আসিফ।

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর পাকিস্তান দলের নিয়মিত সদস্যে পরিনত হন আমির। এরপর পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট খেলতে পারেননি তিনি। তবে সম্প্রতি নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এ তারকা পেসার। দুবাইয়ে চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অংশ নিয়ে উইকেটশুন্যই ছিলেন এই বাঁ-হাতি।

তবে এ বছর টেস্ট ফরম্যাটে দারুন পারফরমেন্স করেছেন আমির। ৩ টেস্টে ১২ উইকেট শিকার করেছেন তিনি। তারপরও সাম্প্রতিক ফর্মের বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াডে সুযোগ পেলেন না আমির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পেস আক্রমনে রয়েছেন হাসান আলী, রিয়াজ ও ফাহিম আশরাফ। তিন জন নিয়ে গড়া স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন ইয়াসির শাহ। এ ছাড়া দলে রয়েছেন শাদাব খান ও বিলাল। দেশের হয়ে ৩ ওয়ানডেতে ৫ উইকেট শিকার রয়েছে শাদাবের। । প্রথম শ্রেনির ক্রিকেটে ২৩ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন বিলাল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলি, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, ইয়াসির শাহ, শাদাব খান, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, ফাহিম আশরাফ, মির হামজা ও মোহাম্মদ রিজওয়ান।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

২১ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিকুর-মিথুন

২১ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিকুর-মিথুন

আফ্রিদির রেকর্ডে শেহজাদের স্পর্শ, ম্যাচের ফল নিয়ে অখুশি

আফ্রিদির রেকর্ডে শেহজাদের স্পর্শ, ম্যাচের ফল নিয়ে অখুশি

বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন বিরাট কোহলি

খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন বিরাট কোহলি