প্রথমবারের মতো সন্তানের বাবা হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার টিম সাউদি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলছে না তিনি। দলে তার জায়গায় ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার জর্জ ওয়ার্কার।
প্রথম টেস্টে সাউদির খেলতে না পারার বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচক গ্যাভিন লারসন বলেছেন, অবশ্যই এটি তার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত হতে যাচ্ছে। আমরা তাকে সমর্থন করি। এ সময় পরিবারের সাথে তার থাকার বিষয়টি সঠিক।
ওয়ার্কারের যোগদান নিয়ে লারসন বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে প্রথমবারের মতো টেস্ট দলের সুযোগ পেয়েছেন ওয়ার্কার। আশা করি, সে ভালো করবে।
নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৪টি ওয়ানডে ও দুটি টি- টোয়েন্টি খেলেছেন ওয়ার্কার। আগামী ১ ডিসেম্বর থেকে ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজেরর প্রথমটি। হ্যামিল্টনে ৯ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
প্রথম টেস্টের নিউজিল্যান্ড স্কোয়াড :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, রস টেইলর, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টম বান্ডেল, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।