ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেই হারলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেই হারলো ভারত

ছবি : ক্রিকইনফো

উত্তেজনায় ভরপুর সিরিজের শেষ টেস্টেও ইংল্যান্ডের কাছে হেরে গেল কোহলির ভারত। ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটা আগের চার ম্যাচকেও হার মানিয়েছে। তবে শেষরক্ষা হয়নি বিরাট কোহলিদের। দিনের খেলা ১৩ ওভারের মতো বাকি থাকতে ৩৪৫ রানে গুটিয়ে গেছে ভারতের দ্বিতীয় ইনিংস। ফলে ম্যাচটা তারা হেরেছে ১১৮ রানে। এতে পাঁচ ম্যাচের সিরিজটা ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

৪৬৪ রানের টার্গেট ছিল। ভারতের জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো। ২ রানে ৩ উইকেট হারানো দলটির ভীষণ বিপর্যয়ের মুখে হাল ধরছিলেন লোকেশ রাহুল। এরপর যোগ দিয়েছিলেন ঋষভ পান্ত। এ যুগলের সেঞ্চুরিতে ভর করেই স্বপ্ন দেখছিল সফরকারীরা।

শুরুতে বড় ধাক্কা খাওয়া ভারত একটু সামলে উঠলেও ১২১ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়ে বসে। সেখান থেকে অবিশ্বাস্য প্রতিরোধ রাহুল আর পান্তর। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ২০৪ রানের জুটি। চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন রাহুল। ক্যারিয়ারের প্রথম বড় উদযাপনটা সেঞ্চুরি দিয়েই করেন পান্তও। রাহুলের সঙ্গে তার জুটিটা রীতিমতো ঘাম ঝরাচ্ছিল ইংল্যান্ডের।

তবে শেষ পর্যন্ত দলকে সেই উৎকণ্ঠা থেকে মুক্তি দেন আদিল রশিদ। ১৪৯ রানে থাকা লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরের পথ দেখান এ লেগস্পিনার। এরপর ফিরিয়ে দেন আরেক সেঞ্চুরিয়ান পান্তকেও।

১১৪ রান করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। শেষ সময়ে নতুন বলে ঝলক দেখান স্যাম কুরান। তুলে নেন ইশান্ত শর্মা আর রবীন্দ্র জাদেজাকে। সামিকে বোল্ড করে শেষটা করেন অ্যান্ডারসন।

শেষ টেস্টে ম্যাচ সেরা হয়েছে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। এ টেস্ট দিয়েই তিনি টেস্ট ক্যারিয়ারের ইতে টেনেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু ও শেষ টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে কুক

শুরু ও শেষ টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে কুক

লারাকে টপকে কোহলির রানের রেকর্ড

লারাকে টপকে কোহলির রানের রেকর্ড

এশিয়া কাপে খেলতে পারবেন না চান্ডিমাল

এশিয়া কাপে খেলতে পারবেন না চান্ডিমাল

অস্ট্রেলিয়া টেস্ট দলে পাঁচ নতুন মুখ

অস্ট্রেলিয়া টেস্ট দলে পাঁচ নতুন মুখ