টেস্টে অভিষেকের মত ক্যারিয়ারের শেষ ম্যাচেও সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন কুক। বিশ্ব ক্রিকেট ইতিহাসে পঞ্চম হলেও ইংল্যান্ডের একমাত্র খেলোয়াড় হিসেবে এ কৃতিত্ব গড়লেন তিনি।
ওভালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন কুক। ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ১০৪ রান করেছিলেন কুক। ফলে রেকর্ড বইয়ে নাম উঠে তার।
ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪৬ রানে অপরাজিত ছিলেন কুক। চতুর্থ দিন মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ১৬১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৩তম সেঞ্চুরির স্বাদ নেন কুক। এ ইনিংসের কল্যাণে রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়ার রিগি ডাফ-বিল পনসফোর্ড-গ্রেগ চ্যাপেল ও ভারতের মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে বসলেন কুক।
বিদায়ী টেস্টে কুক খেলেছেন ১৪৭ রানের ইনিংস। যেটি তার ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি। ২৮৬ বলের সংযমী ইনিংসে ১৪টি বাউন্ডারি মেরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
ইংল্যান্ডের এ সাবেক অধিনায়ক ভারতের বিপক্ষেই অভিষেক ম্যাচ খেলেছিলেন। এবার ক্যারিয়ারের শেষ টেস্টিও সেই ভারতের বিপক্ষেই খেললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।
২০০০ সালে ভারতের আজহারউদ্দিনের অবসরের পর ব্যাটসম্যান হিসেবে প্রথম ও বিদায়ী টেস্টে সেঞ্চুরির স্বাদ নেওয়া কোন খেলোয়াড় হলেন কুক।
অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরি করা খেলোয়াড় তালিকা
রেগি ডাফ (অস্ট্রেলিয়া)
টেস্ট অভিষেক: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোর্ন ১৯০২: ৩২ এবং ১০৪
শেষ টেস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ওভাল ১৯০৫: ১৪৬ এবং ব্যাট করেননি।
বিল পনসফোর্ড (অস্ট্রেলিয়া)
টেস্ট অভিষেক: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, সিডনি ১৯২৪: ১১০ এবং ২৭
শেষ টেস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ওভাল ১৯৩৪: ২৬৬ এবং ২২।
গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া)
অভিষেক টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, পার্থ, ১৯৭০: ১০৮ এবং ব্যাট করেননি।
শেষ টেস্ট: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিডনি ১৯৮৪: ১৮২ এবং ব্যাট করেননি।
মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত)
টেস্ট অভিষেক: ভারত বনাম ইংল্যান্ড, কোলকাতা, ১৯৪/৮৫: ১১০ এবং ব্যাট করেননি।
শেষ টেস্ট: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ব্যাঙ্গালুরু ২০০০: ৯ এবং ১০২।
এলিস্টার কুক (ইংল্যান্ড)
টেস্ট অভিষেক : ভারত বনাম ইংল্যান্ড, নাগপুর, ২০০৬: ৬০ এবং অপরাজিত ১০৪
শেষ টেস্ট : ইংল্যান্ড বনাম ভারত, ওভাল ২০১৮: ৭১ এবং ১৪৭।
He's done it!
— ICC (@ICC) September 10, 2018
The Chef cooks up his 33rd Test century in his final innings!
What a way to sign off - congratulations Alastair Cook! #ENGvIND #CookRetires #ThankYouChef pic.twitter.com/OYxcGU1PnL